পাবদা মাছের ঝোল (pabda macher jhol recipe in Bengali)

Aniket Mukherjee
Aniket Mukherjee @cook_25576517

পাবদা মাছের ঝোল (pabda macher jhol recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪টি পাবদা মাছ
  2. ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  3. ২ টি টমেটো পিউরি
  4. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১ চা চামচ মরিচ গুঁড়ো
  6. স্বাদ মতলবণ
  7. ৩-৪ টি কাঁচা মরিচ
  8. প্রয়োজন অনুযায়ী ধনেপাতা কুচি
  9. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে পাবদা মাছ কুটে,ধুয়ে পরিষ্কার করে নিতে হবে‌। তেল গরম করে পেয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।

  2. 2

    পেয়াজ বাটা ভেজে লালচে হয়ে আসলে এতে হলুদগুড়া, মরিচগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে কষিয়ে নিতে হবে।এরপর এতে টমেটো পিউরি দিয়ে ভালো করে কষাতে হবে।

  3. 3

    টমেটো পিউরি কষে আসলে এতে দুকাপ পানি দিতে হবে।এরপর বলক আসলে মাছগুলো দিয়ে দিতে হবে।কাচামরিচ গুলো চিরে দিয়ে ঢেকে রান্না করতে হবে ১০ মিনিট।

  4. 4

    ১০ মিনিট পর ঢাকনা খুলে,মাছগুলো হালকা নেড়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে।এরপর আরো দু/তিন মিনিট জ্বাল দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Aniket Mukherjee
Aniket Mukherjee @cook_25576517

মন্তব্যগুলি

Similar Recipes