পাবদা মাছের ঝোল(pabda macher jhol recipe in bengali)

Sudarshana Ghosh Mandal
Sudarshana Ghosh Mandal @Sudarshana_cookworld

#মাছ
কথাই আছে মাছে-ভাতে বাঙালি' রোজ পাতে বাঙালির মাছ না হলে খাওয়াটা ঠিক জমে না।পাবদা মাছ খেতে খুবই সুস্বাদু। আর গরম ভাতের সাথে গরম গরম পাবদা মাছের ঝোল পেলে খাওয়াটাই সার্থক হয়ে যায়।

পাবদা মাছের ঝোল(pabda macher jhol recipe in bengali)

#মাছ
কথাই আছে মাছে-ভাতে বাঙালি' রোজ পাতে বাঙালির মাছ না হলে খাওয়াটা ঠিক জমে না।পাবদা মাছ খেতে খুবই সুস্বাদু। আর গরম ভাতের সাথে গরম গরম পাবদা মাছের ঝোল পেলে খাওয়াটাই সার্থক হয়ে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 250 গ্রামপাবদা মাছ
  2. 1 টিআলু
  3. 1 টিবেগুন
  4. 1 চা চামচজিরের গুঁড়ো
  5. 1 চা চামচধনে গুঁড়ো
  6. 1 চা চামচহলুদ গুঁড়ো
  7. স্বাদমতোলবণ
  8. 3-4 টিকাঁচা লঙ্কা
  9. 1 টিশুকনো লঙ্কা
  10. 1 টিতেজপাতা
  11. 4 টুকরোআদা
  12. 1 টিটমেটো
  13. 1/2 চা চামচকালোজিরা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    পাবদা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখতে হবে।

  2. 2

    কড়াইয়ে সরষের তেল ভালো করে গরম করে মাছ গুলো দিয়ে ভেজে তুলতে হবে। ওই তেলে আলু আর বেগুন গুলো অল্প করে ভেজে নেব।

  3. 3

    মিক্সিতে আদা,কাঁচা লঙ্কা, টমেটো,ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলা তৈরি করে নিতে হবে।

  4. 4

    এরপর কড়াইতে কালোজিরা শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিয়ে তাতে মসলা গুলো কষিয়ে নিতে হবে ভালো করে।

  5. 5

    এবার আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। জল ফুটে এলে তাতে ভাজা পাবদা মাছ আর বেগুন দিয়ে দেব।ঢেকে দিয়ে অল্প আঁচে রান্নাটি হতে দেব।

  6. 6

    আলু সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে সুস্বাদু পাবদা মাছের ঝোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sudarshana Ghosh Mandal
Sudarshana Ghosh Mandal @Sudarshana_cookworld

Similar Recipes