এঁচোড়ের কাটলেট(enchorer cutlet recipe in bengali)

Anamika Chakraborty
Anamika Chakraborty @Anamika
আলিপুরদুয়ার

#eb

এঁচোড়ের কাটলেট(enchorer cutlet recipe in bengali)

#eb

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
3 জন
  1. 250 গ্রামএঁচোড়
  2. 2 টি ছোট আলু
  3. 1 টি ছোটপেঁয়াজ
  4. 6 -7 কোয়া রসুন
  5. 4 টিকাঁচা লঙ্কা
  6. 2টেবিল চামচ ধনেপাতা কুচি
  7. 1/2" আদা
  8. 1 চা চামচহলুদ গুঁড়ো
  9. 2 চা চামচকর্নফ্লাওয়ার
  10. 1/2 চা চামচমিক্সড হার্বস
  11. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  12. 1/2 চা চামচধনে গুঁড়ো
  13. পরিমাণ মতব্রেড ক্রাম্ব
  14. স্বাদ মতনুন
  15. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    প্রথমে এচোঁর ছোটো ছোটো টুকরো করে আলু আর এচোঁর একটু নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    একটি পাত্রে সেদ্ধ আলু ও এচোঁর নিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে।

  3. 3

    এদিকে পেঁয়াজ, রসুন ও আদা, কাঁচা লংকা একসাথে একবার মিক্সিতে ঘুড়িয়ে নিতে হবে। একদম মিহি পেস্ট করা যাবে না।

  4. 4

    এবার একটি প্যানে সামান্য তেল দিয়ে তাতে আধ থেঁতো করা আদা রসুন পেঁয়াজ এর মিশ্রণ দিয়ে কিছুক্ষণ নেড়ে মেখে রাখা এচোঁর দিয়ে মেশাতে হবে।

  5. 5

    এবার এতে পরিমাণমতো নুন ও হলুদ দিয়ে ভাজতে হবে। এবার লংকাগুঁড়ো ও ধনেগুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    মিশ্রণটি একটু ঠাণ্ডা হলে তাতে ধনেপাতা কুচি দিয়ে মেখে কাটলেট এর আকারে গড়ে নিতে হবে।

  7. 7

    একটি বাটিতে কর্নফ্লাওয়ার তাতে সামান্য নুন ও মিক্সড হার্বস দিয়ে গুলে নিতে হবে। আরেকটি প্লেটে ব্রেড ক্রামস ছড়িয়ে রাখতে হবে।

  8. 8

    এবার একটি করে কাটলেট নিয়ে কর্নফ্লাওয়ার এর গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রামস মাখিয়ে ভেজে তুলতে হবে।

  9. 9

    তৈরি এচোঁরের কাটলেট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

Similar Recipes