ভেজিটেবল কাটলেট (vegetable cutlet recipe in Bengali)

Sunanda Jash
Sunanda Jash @cook_20738428

#স্ন্যাক্স রেসিপি

ভেজিটেবল কাটলেট (vegetable cutlet recipe in Bengali)

#স্ন্যাক্স রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 2টো গাজর
  2. 2টো আলু
  3. 1টা বিট
  4. 1/2 কাপবাদাম
  5. 1 কাপসয়াবিন তেল
  6. 2 চা চামচভাজা জিরে গুঁড়ো
  7. 2 চা চামচধনে গুঁড়ো
  8. 2 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 1টি শুকনো লঙ্কা
  10. 1 চা চামচপাঁচ ফোড়ন
  11. স্বাদমতোনুন
  12. 1 কাপময়দা
  13. 1/2 কাপকর্নফ্লাওয়ার
  14. 1 চা চামচলেবুর রস
  15. 1 কাপপাউরুটির গুঁড়ো /ব্রেড ক্রাম্ব

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে প্রেসার কুকারে আলু,গাজর,বীট একসাথে সেদ্ধ করে নিতে হবে।এবার নামিয়ে কড়াইতে সাদা তেল গরম করে শুকনো লঙ্কা,পাঁচ ফোড়ন দিতে হবে।

  2. 2

    এবার 2 চা চামচ করে ধনে গুঁড়ো,ভাজা জিরে গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,নুন পরিমাণ মত দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আলু,বিট ও গাজর সেদ্ধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মাখো মাখো করতে হবে।

  3. 3

    কড়াইতে তেল গরম করতে দিতে হবে।এই পুর টা কে লম্বা শেপ দিতে হবে।

  4. 4

    এবার লম্বা পুর করা কাটলেট গুলোকে প্রথমে ময়দা মিশ্রনে তারপর কর্ন ফ্লাওয়ার লেবু মিশ্রিত জলে দিয়ে সব শেষে ব্রেড ক্রামব দিয়ে তুলে তেলে ছাড়তে হবে এক এক করে।

  5. 5

    এবার ভেজেটবল কাটলেট গুলোকে সস বা স্যালাডে র সাথে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sunanda Jash
Sunanda Jash @cook_20738428

Similar Recipes