চিকেন ভেজিটেবল স্টু

লীলা কর
লীলা কর @Lila9

চিকেন ভেজিটেবল স্টু

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20min
4 সারভিংস
  1. 200 গ্রামমুরগির মাংস
  2. পেঁয়াজ বড় 1
  3. রসুন 8 থেকে 10 কোয়া
  4. 1 চা চামচআদার রস
  5. 1গাজর
  6. 4বিনস
  7. 6মাশরুম
  8. ক্যাপসিকাম ছোট 1
  9. ছোটটমেটো 1
  10. পেঁয়াজ শাক 1 টেবিল চামচ
  11. রসুন শাক 1 টেবিল চামচ
  12. কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ
  13. বাটার 2 table spoon
  14. 1 চা চামচগোলমরিচের গুঁড়ো
  15. নুন পরিমাণমতো

রান্নার নির্দেশ সমূহ

20min
  1. 1

    চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
    কড়াইতে 1 চামচ বাটার দিতে হবে।
    বাটার গলে গেলে তার মধ্যে রসুন কুচি ফোন দিয়ে দিতে হবে।
    এক মিনিট পর পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চিকেন দিয়ে দিতে হবে। 2 মিনিট মতো ভেজে পরিমাণ মতো জল, নুন, গোলমরিচ গুড়ো ও আদা র রস দিয়ে সেদ্দ হতে দিতে হবে। ১৫ মিনিট পর গ্যাস বন্ধ করে দিতে হবে।
    কড়াইতে 1 চামচ বাটার দিয়ে দিতে হবে।
    রসুন ফোড়ন দিয়ে বিনস, গাজর, মাশরুম হালকা করে ভেজে নিতে হবে।

  2. 2

    2 থেকে 3 মিনিট সবজিগুলো ভাজার পর পেঁয়াজ, টমেটো ও ক্যাপসিকাম দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ শাক ও রসুন শাক দিয়ে দিতে হবে।
    দুমিনিট ভাজার পর চিকেন স্টক (সেদ্দ মাংসের জল)ও চিকেন দিয়ে সবকিছু একসাথে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। পরিমাণ মতো নুন দিতে হবে। খেয়াল রাখতে হবে নুন যেন বেশি না হয়।কারণ মাংস সেদ্দ করার সময় অল্প নুনের ব্যবহার করা হয়েছে।

  3. 3

    একটি ছোট বাটিতে ঠান্ডা জলে কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে।
    চিকেন ও সবজির সেদ্দ হয়ে গেলে কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে দিতে হবে।
    এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। গোলমরিচের গুঁড়ো ও বাটার দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
লীলা কর

মন্তব্যগুলি

Similar Recipes