চিকেন স্ট্যু (Chicken stew recipe in Bengali)

M. Bose. Mala
M. Bose. Mala @cook_28980925

স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু এই চিকেন স্টু ছোট বড় সকলেরে খুবই পছন্দের এবং একবারটি চিকেন স্টু অনেক রকমের পুষ্টি দিয়ে থাকে।

চিকেন স্ট্যু (Chicken stew recipe in Bengali)

স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু এই চিকেন স্টু ছোট বড় সকলেরে খুবই পছন্দের এবং একবারটি চিকেন স্টু অনেক রকমের পুষ্টি দিয়ে থাকে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম মুরগির মাংস
  2. ১০ টি বিন্স
  3. ৪ টি ছোট পেয়াঁজ
  4. ৬ টুকরো কাঁচা পেঁপে
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১/২ চা চামচ রসুন বাটা
  7. স্বাদ মতনুন
  8. ২ টি গাজর
  9. ১ চা চামচ তেল
  10. ১/২ চা চামচ মাখন
  11. ১ চা চামচ দই
  12. স্বাদ মতগোলমরিচ গুঁড়ো
  13. ২ টি ছোটো এলাচ
  14. ১ টুকরো দারচিনি
  15. ৫ টি গোলমরিচ
  16. ১/৩ চা চামচ ধনে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন কে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে তারপরে চিকেন এর মধ্যে দই আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে

  2. 2

    তারপরে সমস্ত সবজি এক আঙ্গুল সমান করে কাটতে হবে, গাজর আর পেঁপের খোসা ছাড়িয়ে কাটতে হবে

  3. 3

    পেঁয়াজ গুলো শুধু খোসা ছাড়িয়ে গোটা গোটা রেখে দিতে হবে

  4. 4

    প্রেসার কুকারে তেল দিয়ে হতে দারচিনি ছোট এলাচ আর গোলমরিচ ফোড়ন দিতে হবে তারপরে সমস্ত সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে মাখানো মুরগি দিয়ে আর নুন দিয়ে ভালো করে কম আঁচে নাড়তে হবে

  5. 5

    তারপরে একটু গরম জল দিয়ে দুটো সিটি দিয়ে রান্না করতে হবে তারপরে প্রেসার কুকার খুলে উপর থেকে মাখন আর গোলমরিচ গুঁড়া ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
M. Bose. Mala
M. Bose. Mala @cook_28980925

Similar Recipes