কলমি শাকের ঘন্ট(Kalmi saager ghonto recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#MM1
Week 1

কলমি শাকের ঘন্ট(Kalmi saager ghonto recipe In Bengali)

#MM1
Week 1

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪-৫ জন
  1. ২ আঁটি কলমি শাক
  2. ১টি আলু
  3. ১/২ বেগুন
  4. ৪টে পটল
  5. ১/২কাপ বরবটি কুচোনো
  6. ২টো লঙ্কা
  7. ১চা চামচ পাঁচফোড়ন ভাজা গুঁড়ো
  8. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  9. স্বাদ মতনুন
  10. ১/২চা চামচ চিনি
  11. ১/২চা চামচ + ২টো মচ কালোজিরা ওশুকনো লঙ্কা ফোঁড়ন
  12. ১০-১২ টি বড়ি
  13. ৪ চা চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে শাক ভালো করে ধুয়ে নিয়ে কুচি করে কেটে নিতে হবে, আলু ও পটোল খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিতে হবে, বেগুন ও বরবটি কেটে নেবো

  2. 2

    বড়ি শুখনো কড়াইয়ে ভেজে নিয়ে তারপর তেলে লাল করে ভেজে তুলে রাখবো। পাঁচফোড়ন শুখনো কড়াইয়ে ভেজে গুড়ো করে নেবো।

  3. 3

    এবার ঐ কড়াইয়ে তেলে কালোজিরা ও শুখনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু,বরবটি, বেগুন, পটোল সব সবজি,১/২চামচ হলুদ ও অল্প নুন দিয়েঢাকা দিয়ে অল্প আচে ভেজে নিয়ে শাক দিয়ে ও ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  4. 4

    এবার শাক নরম হলে প্রয়োজন মতো নুন ও ১/২চামচ চিনি, চেরা লঙ্কা ও ভাজা বড়ি দিয়ে আরও কিছুক্ষন ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে।

  5. 5

    জল দেবার প্রয়োজন নেই, এবার শাক নরম ও মাখো মাখো হলে ১চামচ পাঁচফোড়ন গুড়ো ও ১চামচ সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    এই শাক গরম ভাতের সঙ্গে দারুন উপাদেয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Top Search in

Similar Recipes