পেঁয়াজি (Peyaji recipe in Bengali)

Silki Mitra
Silki Mitra @cook_29039383

#MM4
আমার আজকের রেসিপি পেঁয়াজি যেটি আমরা সকলেই খুব সহজে বানিয়ে ফেলতে পারি এবং সন্ধ্যের সময় যে কোনদিন অথবা বৃষ্টির দিনে এর জুড়ি মেলা ভার। আমি কিভাবে রেসিপিটি বানায় সেটি আপনাদের সাথে খুব সহজভাবে ভাগ করে নিচ্ছি।

পেঁয়াজি (Peyaji recipe in Bengali)

#MM4
আমার আজকের রেসিপি পেঁয়াজি যেটি আমরা সকলেই খুব সহজে বানিয়ে ফেলতে পারি এবং সন্ধ্যের সময় যে কোনদিন অথবা বৃষ্টির দিনে এর জুড়ি মেলা ভার। আমি কিভাবে রেসিপিটি বানায় সেটি আপনাদের সাথে খুব সহজভাবে ভাগ করে নিচ্ছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 জন
  1. 6 টি মাঝারি পেঁয়াজ
  2. 1 চিমটি খাবার সোডা
  3. 4 টিকাঁচা লঙ্কা
  4. স্বাদ অনুযায়ীলবণ
  5. 1 চিমটি হলুদ গুঁড়ো
  6. 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  7. 5টেবিল চামচ বেসন
  8. 2টেবিল চামচ চাল গুঁড়ো
  9. 1/2 কাপ(বড় কাপের) সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে পেঁয়াজ লম্বা ও সরু সরু করে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে এবং সাথে লঙ্কাও কেটে নিতে হবে এবং একটি বড় বাটির মধ্যে রাখতে হবে। এরমধ্যে সামান্য লবণ দিয়ে ভালো মতন করে মাখিয়ে নিতে হবে এবং পরবর্তী 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে।

  2. 2

    এবারে ঢাকা খুলে তারমধ্যে দিতে হবে উপরোক্ত পরিমাণে বেসন এবং চালগুড়ো, সাথে দিয়ে দিতে হবে উপরোক্ত পরিমাণের হলুদ গুঁড়ো,লঙ্কাগুঁড়ো এবং খাওয়ার সোডা। খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং যদি জলের প্রয়োজন হয় তাহলে খুব সামান্য পরিমাণে দিয়ে টাইট করে মাখতে হবে।

  3. 3

    কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে তার মধ্যে হাতের সাহায্যে চ্যাপ্টা করে পেঁয়াজি আকারে তেল গরম হলে ভাজার জন্য দিয়ে দিতে হবে। ভালোভাবে মাঝারি আচে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে রেখে দিতে হবে এবং সেটি গরম গরম চায়ের সাথে অথবা সসের সাথে অথবা আপনাদের পছন্দমতো উপকরণের সাথে সার্ভ করুন এবং এর মজা উপভোগ করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Silki Mitra
Silki Mitra @cook_29039383
রান্না আমার জীবনে একটা খুব বড় জায়গা জুড়ে অবস্থান করে। আপনাদের সামনে বিভিন্ন ধরনের ছোট বড় রান্না রেসিপি আমি শেয়ার করছি আশা রাখবো যে আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এটাই আশা রাখি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes