চিকেন চাপ (Chicken Chaap RecipeIn Bengali)

Silki Mitra
Silki Mitra @cook_29039383

#MM7
আমার আজকের রেসিপি চিকেন চাপ এবং রেসিপিটি অসাধারণ খেতে হয় আর তাই আমার সকল বন্ধুদের সাথে আমি কিভাবে রেসিপিটি বানায় সেটি শেয়ার করে নিচ্ছি।

চিকেন চাপ (Chicken Chaap RecipeIn Bengali)

#MM7
আমার আজকের রেসিপি চিকেন চাপ এবং রেসিপিটি অসাধারণ খেতে হয় আর তাই আমার সকল বন্ধুদের সাথে আমি কিভাবে রেসিপিটি বানায় সেটি শেয়ার করে নিচ্ছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2ঘন্টা 30মিনিট
4 জন
  1. 600 গ্রামচিকেন
  2. 3 টি+8 কোয়ামাঝারি পেঁয়াজ, রসুন(একসাথে ভালোভাবে বেটে নিতে হবে)
  3. 1 চা চামচআদা বাটা
  4. 1 চা চামচধনে গুঁড়ো
  5. 3 টিতেজপাতা ও শুকনা লঙ্কা
  6. 4+1+1 চা চামচ কাজু, মগজ, পোস্ত(ভালোভাবে বাঁটতে হবে)
  7. 1/2 বাটিফেটানো টক দই
  8. 1+ 2চা চামচগোলাপ জল, কেওড়ার জল
  9. 1/2 চা চামচ জায়ফল গুঁড়ো
  10. 4 চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  11. স্বাদ অনুযায়ীলবণ এবং সামান্য পরিমাণ চিনি
  12. 4 চা চামচসর্ষের তেল
  13. পরিমাণ মত রিফাইন তেল
  14. 2 চা চামচঘি
  15. প্রয়োজন মত ধনেপাতা কুচি
  16. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

2ঘন্টা 30মিনিট
  1. 1

    প্রথমে চিকেনগুলো ভালো মতন করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিতে হবে উপরোক্ত পরিমাণের দই, আদা বাটা, ধনে গুড়ো, তেজপাতা, জায়ফল গুড়ো,শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, গোলাপজল, কেউরার জল কাজু-মগজ- পোস্ত বাটা, পেঁয়াজ -রসুন বাটা ও সরষের তেল দিয়ে ভালো মতন করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা যত বেশি সময় থাকবে তত বেশি মশলা চিকেন এর মধ্যে ঢুকবে এবং খেতেও সুস্বাদু হবে।

  2. 2

    এবারে কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে প্রথমে চিকেনের পিসগুলো আস্তে আস্তে দিতে হবে এবং নাড়াচাড়া করে যেতে হবে। ওভেন মাঝারি আচে রাখতে হবে যাতে কোনভাবে ধরে না যায়। এবারে আস্তে আস্তে ম্যারিনেট করা মশলাগুলো কড়াইতে দিতে হবে এবং সাথে পরিমাণ অনুযায়ী লবণ ও চিনি দিতে হবে।

  3. 3

    ভালোভাবে নাড়াচাড়া করে অল্প পরিমাণে হালকা গরম জল দিয়ে কড়াইটি ঢেকে দিতে হবে পরবর্তী 10 মিনিটের জন্য। এবারে ঢাকা খুলে সিদ্ধ হয়ে গেলে দিতে হবে উপরোক্ত পরিমাণে ঘি এবং ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে গরম মসলা গুঁড়ো।

  4. 4

    সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর সুন্দর একটি গন্ধ পাওয়া যাবে এবং উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাত অথবা পরোটা লুচি যে কোন উপকরণের সাথে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগবে। ভালোভাবে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে ওভেনটি বন্ধ করে দিতে হবে এবং এভাবেই তৈরি হয়ে যাবে সুন্দর ও সুস্বাদু চিকেন চাপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Silki Mitra
Silki Mitra @cook_29039383
রান্না আমার জীবনে একটা খুব বড় জায়গা জুড়ে অবস্থান করে। আপনাদের সামনে বিভিন্ন ধরনের ছোট বড় রান্না রেসিপি আমি শেয়ার করছি আশা রাখবো যে আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এটাই আশা রাখি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes