বাঁধাকপির বড়া (bandhakopir bora recipe in Bengali)

Silki Mitra
Silki Mitra @cook_29039383

#hometime
আজকে আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি বাঁধাকপির বড়া রেসিপি। ভাজা জিনিস খেতে আমরা সকলেই ভালোবাসি আর এইরকম মচমচে বাঁধাকপির বড়া খেতেও অসাধারণ লাগে, তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি বানিয়েছি।

বাঁধাকপির বড়া (bandhakopir bora recipe in Bengali)

#hometime
আজকে আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি বাঁধাকপির বড়া রেসিপি। ভাজা জিনিস খেতে আমরা সকলেই ভালোবাসি আর এইরকম মচমচে বাঁধাকপির বড়া খেতেও অসাধারণ লাগে, তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 1/2বাঁধাকপি(ছোট বাঁধাকপির অর্ধেক)
  2. স্বাদ অনুযায়ীলবণ
  3. পরিমাণ মতখাবার সোডা
  4. 1/2 চা চামচকালোজিরে
  5. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  6. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  7. পরিমাণ মত বাদাম ভাজা
  8. 1 টি বড় পেঁয়াজ কুচি
  9. 2 টিলঙ্কা কুচি
  10. 1/2ক্যাপ্সিকাম(কুচি করা)
  11. 3/4 কাপ(মেসারমেন্ট কাপের)বেসন
  12. 1/2 কাপ(মেসারমেন্ট কাপের)চাল গুঁড়ো
  13. 4 টেবিল চামচপরিমাণ ময়দা
  14. পরিমাণ মতরিফাইন্ড অয়েল
  15. পরিমাণ মত জল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে বাঁধাকপিটা ভালো মতন করে মিহি করে কুচিয়ে নিতে হবে এবং সাথে পেঁয়াজ ও লঙ্কা কুচিয়ে নিতে হবে। এরপরে করাইয়ের মধ্যে তেল দিয়ে বাদাম ভেজে নিতে হবে এবং ক্যাপ্সিকাম ছোটো কুচি করে ভেজে নিতে হবে।

  2. 2

    এরপরে একটি পাত্রের মধ্যে কেটে রাখা বাঁধাকপি- পেঁয়াজ কুচি- লঙ্কা কুচি- বাদাম ও ক্যাপ্সিকাম ভাজা- লবণ- হলুদ - সোডা - কালো জিরে -বেসন -চাল গুড়ো- ময়দা সমস্ত উপকরণ একসাথে করে সামান্য জল দিয়ে ভালো মতন করে মাখতে হবে যাতে উপকরণটি মাখার সাথে সাথে শক্ত থাকে এবং তবেই ভালো মতন করে ভাজা যাবে।

  3. 3

    কড়াই এর মধ্যে তেল দিয়ে সেটি যখন হালকা গরম হতে শুরু করবে তখন মেখে রাখা উপকরণ নির্দিষ্ট আকারে গড়ে তেলের মধ্যে দিতে হবে এবং মাঝারি ফ্লেমে রেখে দুপাশ ভালো মতন করে ভেজে নিতে হবে।

  4. 4

    বড়া ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে রাখতে হবে এবং আপনার পছন্দমতো উপকরণ দিয়ে সেটি খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Silki Mitra
Silki Mitra @cook_29039383
রান্না আমার জীবনে একটা খুব বড় জায়গা জুড়ে অবস্থান করে। আপনাদের সামনে বিভিন্ন ধরনের ছোট বড় রান্না রেসিপি আমি শেয়ার করছি আশা রাখবো যে আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এটাই আশা রাখি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes