লুচি-মাংসের ঘুগনি ( luchi mangsher ghugni recipe in Bengali 0

Srija Gupta
Srija Gupta @Srija_2022

বাঙালির জলখাবারে বিশেষ করে রবিবাসরীয় জলখাবারে লুচির সাথে যদি মাটনের কিমা দেওয়া ঘুগনি থাকে তাহলে দিনটাই স্পেশাল হয়ে যায়! আজ তাই মাংসের ঘুগনি কিভাবে বানাতে হয় তার রেসিপি রইল..

লুচি-মাংসের ঘুগনি ( luchi mangsher ghugni recipe in Bengali 0

বাঙালির জলখাবারে বিশেষ করে রবিবাসরীয় জলখাবারে লুচির সাথে যদি মাটনের কিমা দেওয়া ঘুগনি থাকে তাহলে দিনটাই স্পেশাল হয়ে যায়! আজ তাই মাংসের ঘুগনি কিভাবে বানাতে হয় তার রেসিপি রইল..

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ৫০০ গ্রাম মটর
  2. ১৫০ গ্রাম খাসির মাংসের কিমা
  3. ২ টি বড় পেঁয়াজ
  4. ১ চা চামচ আদা-রসুনের পেস্ট
  5. ১টি টমেটো
  6. ৪-৫ টি কাঁচা লঙ্কা
  7. ১ চা চামচ গোটা জিরে
  8. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  9. ১ চা চামচ ধনে গুঁড়ো
  10. স্বাদ মত নুন, চিনি
  11. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  12. ১/৪ চা চামচগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    আগের রাতে ভেজানো মটর ভাল করে জলে ধুয়ে নিন। প্রথমে কুকারে তেল দিন। আপনি চাইলে আগে কুকারে মটর সেদ্ধ করে বাকি রান্নাটি কড়াইয়ে করতে পারেন। আমি একবারেই কুকারে করেছি। তারপর গোটা জিরে, পেঁয়াজ কুচি এবং টমেটো দিয়ে ভাল করে ভাজতে থাকুন।

  2. 2

    পেঁয়াজ বাদামী হয়ে এলে আগে থেকে ধুয়ে রাখা মাংসের কিমা ঢেলে দিন। এবার আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিন এবং নাড়তে থাকুন

  3. 3

    তারপর জিরে গুঁড়ো, ধনেগুঁড়ো, অল্প চিনি, ৩ চামচ নুন, আপনার ইচ্ছে হলে মাটন মিক্স পাউডার (আমি দিই নি) এবং অল্প গরম মশলা দিয়ে কষতে থাকুন।

  4. 4

    কিছুক্ষণ পর তেল ছেড়ে ছেড়ে এলে মটরগুলি কুকারে ঢেলে দিন। কিমা এবং মটরে যেন ভাল করে কষানো মশলা ঢুকে যায় সে বিষয়ে নজর রাখবেন। একটুক্ষণ কষিয়ে জল দিয়ে কুকারের ঢাকা বন্ধ করে দিন।

  5. 5

    গ্যাসের আঁচ বাড়িয়ে ২ বার সিটি পড়লে কমিয়ে রাখুন ২০ মিনিট। তারপরে আরো ৩ টে সিটি পড়লে বন্ধ করে দিন। কিছুক্ষণ পরে কুকারের ঢাকা খুলে দেখবেন প্রায় তৈরি মাংসের ঘুগনি। যদি অল্প জল থাকে তাহলে আরেকটু ফুটিয়ে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবেন।

  6. 6

    এদিকে গরম গরম ফুলকো লুচি তো বানানো প্রায় শেষ! তবে আর কী লুচি আর মাংসের ঘুগনি দিয়ে সেরে নিন জলখাবারটা!

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srija Gupta
Srija Gupta @Srija_2022
Foodie and experimental
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes