ঘুগনি (ghoogni recipe in Bengali)

সুস্মিতা মন্ডল
সুস্মিতা মন্ডল @cook_24836594
কলকাতা

#ebook2

#নববর্ষ
ঘুগনি ভীষণ পরিচিত একটি খাবার, ঝাল ঝাল ঘুগনি আমরা কম বেশি সবাই পছন্দ করে আর তার সাথে মুড়ি,লুচি হলে তো বাঙালির পোয়াবারো,তাই বানিয়ে ফেললাম নববর্ষে ঘুগনি।

ঘুগনি (ghoogni recipe in Bengali)

#ebook2

#নববর্ষ
ঘুগনি ভীষণ পরিচিত একটি খাবার, ঝাল ঝাল ঘুগনি আমরা কম বেশি সবাই পছন্দ করে আর তার সাথে মুড়ি,লুচি হলে তো বাঙালির পোয়াবারো,তাই বানিয়ে ফেললাম নববর্ষে ঘুগনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৩০০ গ্রাম মটর
  2. ১.৫ কাপ আলু ছোট ছোট করে কাটা
  3. ১/২ কাপ পেঁয়াজ কুচি
  4. ১ চা চামচ রসুন বাটা
  5. ২ চা চামচ আদা বাটা
  6. ১/২ কাপ টমেটো পেস্ট
  7. ১ চা চামচ ধনে গুঁড়ো
  8. ১ চা চামচ জিরে গুঁড়ো
  9. ১ চা চামচ রেড চিলি
  10. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. ১ চা চামচ গোল মরিচ গুঁড়া
  12. স্বাদমতো নুন
  13. ১/২ চা চামচ চিনি
  14. ৩টেবিল চামচ সর্ষের তেল
  15. ১ চা চামচ হলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    মটর সারারাত ভেজানর পর, ভাল করে ধুয়ে নিয়ে, সেদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারে সিটি ওঠার পরে লো গ্যাসে ১০ মিনিট করলেই সেদ্ধ হয়ে যাবে।

  2. 2

    প্যানে তেল গরম হলে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর আলু একসাথে ভাজতে হবে।একটু ভাজা হয়ে এলে রসুন বাটা দিয়ে ভাজতে হবে।

  3. 3

    এরপর সব পেস্ট,মশলা গুঁড়ো,বাটা,নুন,হলুদ, আর চিনি দিয়ে কোষতে হবে ৫ মিনিট। তারপর
    সেদ্ধ মটর আর জল দিয়ে ১০ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে ঘুগনি। গরম মশলা ছড়িয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
সুস্মিতা মন্ডল
কলকাতা

Similar Recipes