নিরামিষ ঘুগনি (Niramish ghugni recipe in Bengali)

Ria Ghosh
Ria Ghosh @cook_26727071

#নিরামিষ
নিরামিষ ঘুগনি

  নিরামিষ ঘুগনি (Niramish ghugni recipe in Bengali)

#নিরামিষ
নিরামিষ ঘুগনি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
চার থেকে পাঁচ জনের জন্য
  1. 2 কাপমটর
  2. 2 টিআলু বড় সাইজের
  3. 1 টাটমেটো
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচহলুদ গুঁড়ো
  6. 3 টিকাঁচা লঙ্কা
  7. 1 চা চামচচিলি সস
  8. 2 চা চামচটমেটো সস
  9. স্বাদমতোলবণ
  10. চামচধনে পাতা কুচি দু
  11. 3টেবিল চামচসরিষার তেল
  12. 1চিমটেগোটা জিরে
  13. 1চিমটিচিনি

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    মটরটা সাত ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর পেসার কুকারে মটর সিদ্ধ করে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে। আলু টা ও আমি কুচি করে সিদ্ধ করে নিয়েছি।দুটো সিটি দিয়ে গ্যাস বন্ধ করে কুড়ি মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    এবার কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিতে হবে। তারপর আদা বাটা দিয়ে একটি নাড়তে হবে।

  3. 3

    এক মিনিট ভেজে নিতে হবে।তারপর জিরেগুঁড়ো দিতে হবে।একটু নাড়াচাড়া করে টমেটো দিয়ে কম আঁচে ভাজতে হবে।

  4. 4

    লঙ্কা গুঁড়ো টা দিয়ে ভালো করে নাড়তে হবে।এবার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মটর সিদ্ধ টা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়তে হবে।

  5. 5

    এবার চিলি সস টা দিয়ে দিতে হবে।ভালো করে নেড়ে নিতে হবে। তারপর টমেটোসস টা দিয়ে দিতে হবে।কাঁচা লঙ্কা গুলো চিরে দিয়ে দিতে হবে।

  6. 6

    পর্যাপ্ত পরিমানে গটম জল দিতে ভালো করে মিশিয়ে নিতে হবে আর লবণ আর চিনি দিয়ে দিতে হবে।ধনে পাতাকুচি ও দিয়ে দিতে হবে।নামাবর আগে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দুমিনিট রেখে দিতে হবে।

  7. 7

    তাহলে তৈরি হয়ে যাবে গরম গরম নিরামিষ ঘুগনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ria Ghosh
Ria Ghosh @cook_26727071

Similar Recipes