ছোলা আর নারকেল দিয়ে কচু শাক (chola are narkel diye kochur saag recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

#KR
আমি এই সপ্তাহে ছোলা আর নারকোল দিয়ে নিরামিষ কচুশাক রান্না করেছি ।

ছোলা আর নারকেল দিয়ে কচু শাক (chola are narkel diye kochur saag recipe in Bengali)

#KR
আমি এই সপ্তাহে ছোলা আর নারকোল দিয়ে নিরামিষ কচুশাক রান্না করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জনের
  1. 1 টা বড় বাটি কচুশাক টুকরো করে কাটা
  2. 1 কাপনারকেল কোরা
  3. 1/4 কাপভেজানো ছোলা
  4. 1/4 চা চামচগোটা জিরে
  5. 1 টাতেজপাতা
  6. 2 টোশুকনো লঙ্কা
  7. 2 টোকাঁচা লঙ্কা
  8. 1 চামচকাঁচা লঙ্কা বাটা
  9. 1 টেবল চামচআদা বাটা
  10. 1/2 চা চামচতেজপাতা বাটা
  11. 1 চা চামচজিরে গুঁড়ো
  12. স্বাদ মত নুন মিষ্টি
  13. পরিমাণ মতপরিমান মত সরসের তেল
  14. 1 চা চামচঘি
  15. পরিমাণ মত গরম মশলা গুঁড়ো
  16. স্বাদ মততেঁতুল জল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    টুকরো করে কাটা কচুশাক কিছুক্ষন তেঁতুল জলে ভিজিয়ে রেখে ভাল করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে । ঠান্ডা হয়ে গেলে জল ঝরিয়ে চিপে নিতে হবে ।

  2. 2

    আদা বাটা, কাঁচা লংকা বাটা, তেজপাতা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রাখতে হবে ।

  3. 3

    কড়ায় সরসের তেল গরম করে গোটা জিরে, গোটা তেজপাতা, কাঁচা লংকা, শুকনো লংকা ফোড়ন দিয়ে তৈরী করে রাখা পেস্ট দিয়ে কসতে হবে । তেল ছেড়ে এলে কচুশাকটা দিয়ে দিতে হবে । খুন্তি দিয়ে ভাল করে মিশিয়ে নিয়ে ছোলা আর নারকোল দিয়ে ভাল করে নেড়ে নিয়ে পরিমান মত জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ।

  4. 4

    জল শুকিয়ে গেলে ঘী আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়ে গরম ভাতে সার্ভ করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

Similar Recipes