চিংড়ি দিয়ে আলু পটলের ডালনা (chingri diye aloo potoler dalna recipe in Bengali)

Debu Dutt
Debu Dutt @cook_37576420

চিংড়ি দিয়ে আলু পটলের ডালনা (chingri diye aloo potoler dalna recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৮ মিনিট
২ জন
  1. ২০০ গ্রাম আলু
  2. ১০০ গ্রাম কুচো চিংড়ি
  3. ১৫০ গ্রাম পটল
  4. ২ টেবিল চামচ আদা টমেটো বাটা
  5. স্বাদ মত লবণ
  6. ১.৫ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  7. ১ টেবিল চামচ গোটা সাদা জিরে
  8. ৩ টি তেজপাতা
  9. ৩ চা চামচ ধনে জিরা গুঁড়ো
  10. ২ টেবিল চামচ সর্ষের তেল
  11. ১ টেবিল চামচ গরম মসলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩৮ মিনিট
  1. 1

    সবচেয়ে প্রথমে আলু ডুমো ডুমো করে কেটে নিতে হবে।

  2. 2

    পটলের খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিতে হবে।

  3. 3

    চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রাখতে হবে।

  4. 4

    এরপর কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ হালকা ভেজে তুলে নিতে হবে।

  5. 5

    এরপর কড়াইতে আরেকটু তেল যোগ করে তেজপাতা গোটা সাদা জিরে ফোরণ দিতে হবে।

  6. 6

    এরপর কেটে রাখা আলুও পটল দিয়ে দিতে হবে।

  7. 7

    আলু পটল সামান্য নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিতে হবে।

  8. 8

    এরপরে তে আদা টমেটো বাটা দিতে হবে।

  9. 9

    এরপর ধনে জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো,নুন দিয়ে কষাতে হবে।

  10. 10

    এরপর প্রয়োজন মতো জল দিয়ে ভেজে রাখা চিংড়ি দিয়ে রান্নাটি ফুটতে দিতে হবে।

  11. 11

    ১০ মিনিট মতো ফুটে উঠলে আলু ও পটল সেদ্ধ হয়ে আসবে এবং ঝোল শুকিয়ে আসবে।

  12. 12

    এরপর ঘি গরম মসলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন চিংড়ি দিয়ে আলু পটলের ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debu Dutt
Debu Dutt @cook_37576420

মন্তব্যগুলি

Similar Recipes