ইলিশের মাথা দিয়ে কচুশাক (Ilisher Matha Diye Kochu saag)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

#GR
ভাদ্র মাসে সংক্রান্তির দিন অরন্ধন হয় মাছের মাথা দিয়ে কচুশাক রান্না ঠাকুমা দিদিমা করত। কিন্তু তার স্বাদ আমাদের হয়না। কিন্তু সেই ট্রেডিশন চলেই আসছে।
আমি একটু চেষ্টা করেছি।

ইলিশের মাথা দিয়ে কচুশাক (Ilisher Matha Diye Kochu saag)

#GR
ভাদ্র মাসে সংক্রান্তির দিন অরন্ধন হয় মাছের মাথা দিয়ে কচুশাক রান্না ঠাকুমা দিদিমা করত। কিন্তু তার স্বাদ আমাদের হয়না। কিন্তু সেই ট্রেডিশন চলেই আসছে।
আমি একটু চেষ্টা করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট 1 মিনি
4 জন
  1. 1আঁটি কচু শাক
  2. 2 টোইলিশের মাথা
  3. 1 চা চামচকালো জিরে
  4. 1টেবিল চামচ হলুদ গুঁড়ো
  5. 1টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা
  6. 6 টাকাঁচা লঙ্কা চেরা
  7. স্বাদ মতনুন মিষ্টি
  8. প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট 1 মিনি
  1. 1

    কচু শাক কেটে ভালো ওরে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতেহবে। ইলিশ মাছের মাথা নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে।

  2. 2

    আঁচে কড়া বসিয়ে মাছের মাথা ভেজে নিয়ে ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে কচু শাক ঢেলে দিতে হবে। মাছ ভাজবার সময় পরিমান মতো তেল দিতে হবে। বারবার তেল দিলে স্বাদ বদলে যেতে পারে। তেল দিলে সরষের তেল তাতিয়ে তারপর মেশানো যেতে পারে।

  3. 3

    পরিমান মতো নুন মিষ্টি দিয়ে কষে তেল বেরিয়ে এলে কাঁচা লঙ্কা চেরা দিয়ে নামিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

Similar Recipes