চিংড়ি আলু পটলের ডালনা (chingri aloo potoler dalna recipe in Bengali)

Jinia Chowdhury
Jinia Chowdhury @cook_26742140

#GA4
#Week 25
puzzle থেকে আমি Shrimp বেছে নিয়ে রেসিপি করেছি।

চিংড়ি আলু পটলের ডালনা (chingri aloo potoler dalna recipe in Bengali)

#GA4
#Week 25
puzzle থেকে আমি Shrimp বেছে নিয়ে রেসিপি করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০ পটল
  2. ২৫০ আলু
  3. ২ টি বড় পেঁয়াজ
  4. ২ টি টমেটো
  5. ৪-৫ টি কাঁচা লঙ্কা
  6. ১.৫ চা চামচ হলুদ গুঁড়া
  7. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১ চা চামচ জিরা গুঁড়া
  9. ১ চা চামচ ধনে গুঁড়া
  10. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া
  11. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  12. স্বাদমতোলবণ ও চিনি
  13. ২০০ গ্রাম চিংড়ি মাছ
  14. ১০০ গ্রাম সর্ষে তেল
  15. ১ টি তেজপাতা
  16. পরিমাণ মত ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আলু,পটল, টম্যাটো, পিঁয়াজ কেটে নিলাম ও চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিলাম।

  2. 2

    এরপর একটা কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে তুলে নিলাম।

  3. 3

    এরপর পটল ও আলু ভেজে তুলে নিলাম।

  4. 4

    পিঁয়াজ টম্যাটো লঙ্কা পেস্ট করে নিলাম।

  5. 5

    এরপর তেলে তেজপাতা ফোড়ন দিয়ে বাটা মসলা দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গোলমরিচ গুঁড়ো, গরম মসলা গুঁড়া, লবণ, চিনি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম। মশলা কষে এলে আগে থেকে ভেজে রাখা আলু ও পটল দিয়ে ভালো করে নেড়ে নিলাম।

  6. 6

    এরপর জল দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবং আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম ‌

  7. 7

    সামান্য পরিমাণ ঘি দিয়ে ভালো করে নেড়ে নিলাম।

  8. 8

    এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম চিংড়ি আলু পটলের ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jinia Chowdhury
Jinia Chowdhury @cook_26742140

মন্তব্যগুলি

Similar Recipes