জলপাইয়ের চাটনি (Jolpaiyer/Olive chutney recipe in Bengali)

Sweta Sarkar
Sweta Sarkar @swetasarkar108

#FF2
নিরামিষ

জলপাইয়ের চাটনি (Jolpaiyer/Olive chutney recipe in Bengali)

#FF2
নিরামিষ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জনের জন্য
  1. ২৫-৩০ টা ছোট জলপাই
  2. ১/৪ চা চামচ পাঁচফোড়ন
  3. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  4. স্বাদ মতনুন ও চিনি
  5. ১ চা চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    জলপাই ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে নিতে হবে।
    খোসা সমেত করা যায়, তবে খোসা বিহীন করলে কষ ভাব টা থাকে না।

  2. 2

    একটু ঠাণ্ডা হলে বীজ ছাড়িয়ে চটকে নিতে হবে।

  3. 3

    প্যানে তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ জলপাই
    দিয়ে, নুন ও হলুদ গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে অল্প জল দিয়ে ফুটতে দিতে হবে।

  4. 4

    এরপর পরিমাণ মত চিনি দিয়ে মাখো মাখো নামাতে হবে।
    ঠাণ্ডা হলে পরিবেশন করুন এই সুস্বাদু জলপাইয়ের চাটনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sweta Sarkar
Sweta Sarkar @swetasarkar108

মন্তব্যগুলি

Similar Recipes