চিকেন কারি (Chicken Curry recipe in Bengali)

Mousumi Das
Mousumi Das @cook_30383205
কলকাতা

#FF1
ছোট বেলা থেকেই এই পদ টি খেয়ে আসছি। এই রান্না টির বিশেষত্ব হল এতে জল ব্যবহার করা হয় না।

চিকেন কারি (Chicken Curry recipe in Bengali)

#FF1
ছোট বেলা থেকেই এই পদ টি খেয়ে আসছি। এই রান্না টির বিশেষত্ব হল এতে জল ব্যবহার করা হয় না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জনের জন্য
  1. ৬০০ গ্রাম মুরগীর মাংস
  2. ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো
  3. ৩/৪ চা চামচ চিনি
  4. ১.৫ চা চামচ নুন
  5. ২ টি মাঝারি পেঁয়াজ বাটা
  6. ৪ টি মাঝারি পেঁয়াজ মিহি করে কুচানো
  7. ৩ চা চামচ টক দই
  8. ১ টি ছোট টমেটো বাটা
  9. ১ টি ছোট টমেটো কুচি
  10. ১.৫ টেবিল চামচ আদা বাটা
  11. ১.৫ টেবিল চামচ রসুন বাটা
  12. ৩ টি পাকা লঙ্কা বাটা
  13. ৩ টি শুকনো লঙ্কা বাটা
  14. ৩ /৪ চা চামচ গরম মশলা গুঁড়ো
  15. ২ - ৩ টি তেজপাতা
  16. ১/৩ চা চামচ শুকনো খোলায় ভাজা জয়িত্রী গুঁড়ো
  17. ১/৩ চা চামচ শুকনো খোলায় ভাজা জায়ফল গুঁড়ো
  18. ১/৩ চা চামচ শুকনো খোলায় ভাজা সাজিরা গুঁড়ো
  19. ১/৩ চা চামচ শুকনো খোলায় ভাজা সামরিচ গুঁড়ো
  20. ৮-৯ চা চামচ সর্ষের তেল
  21. ১/৩ চা চামচ মরিচ গুঁড়ো
  22. ১.৫ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    মাংস, হলুদ গুঁড়ো, চিনি, নুন, পিঁয়াজ বাটা, রসুন বাটা, দুরকম লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো বাটা, ৩ চা চামচ সর্ষের তেল, মরিচ গুঁড়ো ও টকদই দিয়ে জারিয়ে সারারাত হিমঘরে রেখে দিন ।

  2. 2

    একটি কড়াইতে বাকি তেল দিন। গরম হলে তেজপাতা ফোরন দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে ভাজুন। কিছুক্ষণ পরে টমেটো কুচি দিয়ে অল্প নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দিন।

  3. 3

    আরো খানিক্ষণ পড়ে ঢাকা খুলে পিঁয়াজ ও টমেটো সোনালী করে ভাজুন।

  4. 4

    তারপর তাতে জারানো মাংস দিয়ে কষাতে থাকুন।

  5. 5

    ভালো করে কষিয়ে ঢিমে আঁচে ঢাকা চাপা দিয়ে দিন।

  6. 6

    ঢিমে আচেঁ রান্না করার ৩০ মিনিট পর গরম মশলা গুঁড়ো দিয়ে দিন।

  7. 7

    একটি অন্য পাত্রে ঘি ও শুকনো খোলায় ভাজা জয়িত্রী, জায়ফল, সামরিচ ও সাজিরা নিয়ে জ্বালে বসান। সুগন্ধ বেরোলে আঁচ বন্ধ করে দিন।

  8. 8

    এই মিশ্রণ টি মাংসের মধ্যে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিন। ৬-৭ মিনিট পরে ঢাকা খুলে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Das
Mousumi Das @cook_30383205
কলকাতা

মন্তব্যগুলি

Similar Recipes