পটলের খোসা দিয়ে খাগিনা (potoler khosa diye khagina recipe in bengali)

Ahasena Khondekar - Dalia
Ahasena Khondekar - Dalia @cook_26975198

পটলের খোসা দিয়ে খাগিনা (potoler khosa diye khagina recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
২জন
  1. ১বাটিপটলের খোসা মোটা করে ছেলা
  2. ৩টেবিল চামচপেঁয়াজ কুচি
  3. ১টেবিল চামচের একটু কমআদা বাটা
  4. ১টিতেজপাতা
  5. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১/২ চা চামচজিরে গুঁড়ো
  7. ১টুকরোদারচিনি
  8. ১টুকরোশুকনো মরিচ ছেঁড়া
  9. ১/২ চা চামচ শাহী গরম মশলা
  10. ১চা চামচঘিচামচ
  11. ১.৫ টেবিল চামচতেল
  12. স্বাদ মতনুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    প্রথমে তেজপাতা নুন ওজল দিয়ে খোসা সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    পিসে নিতে হবে

  3. 3

    কড়াইয়ে তেল দিয়ে গরম হলে দারচিনি ক্রাস করা ও শুঁকনো মরিচ ছেঁড়া তেজপাতা দিয়ে বোরন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে লালচে হলে খোসা বাটা দিয়ে নাড়তে হবে

  4. 4

    নাড়তে নাড়তে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে নাড়তে হবে ।ভুনা হলে আদা বাটা,নুন চিনি দিয়ে নাড়তে হবে

  5. 5

    তেল ছাড়া ছাড়া হলে শাহী গরম মশলা ও ঘি দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে ।গ্যাস অফ করে গরম গরম পরিবেশনের জন্য প্রস্তুত।

  6. 6

    পুরাতনী রান্না মায়ের কাছে শিখেছি,মা ঠাকুরমার কাছে শিখেছিলেন ।পুরাতন নতূন রান্না কে সমান কদর করি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ahasena Khondekar - Dalia
#FFw4#BaburchiHat"বেগুন 🍆 ভর্তা"উপকরণ:১টি ফ্রেশ গোটা বেগুন,১টি ডিম সেদ্ধ,১টি পেঁয়াজ কুচি,১চুটকি গোটা জিরে,১টি শুকনো লঙ্কা ছেঁড়া,১/২টেবিল চামচ তেল,১টি টমেটো 🍅 কুচি,নুন প্রয়োজন মত। ইচ্ছা হলে ব্যালেন্স মত চিনি।প্রনালী: বোঁটা সহ গোটা বেগুন তেল মাখিয়ে রে পুড়িয়ে নিয়ে বোটাটা রেখে খোসা ফেলে ছাড়িয়ে ছেনে রাখতে হবে।এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কা ছেঁড়া ও গোটা জিরে ফোরন দিয়ে যখন চিটপিট করে উঠবে, পেঁয়াজ কাটা দিয়ে ভুনে হাল্কা ভাজা হলে ,বেগুন ছানা দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে,ডিম সেদ্ধ চটকে দিয়ে,টমেটো কুচি, নুন দিয়ে নেড়ে ইচ্ছা হলে চিনি দিতে পারেন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।এবার পরিবেশনপালা সার্ভিং প্লেটে বোঁটা সহ ছবির মত সাজিয়ে পরিবেশন।🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes