পটল চিংড়ির দোরমা(potol chingrir dorma recipe in Bengali)

Arpita Yaggosheni
Arpita Yaggosheni @ArpitaYaggosheni

পটল চিংড়ির দোরমা(potol chingrir dorma recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
1 জন
  1. ২ টিকচি পটল লম্বা দেখে
  2. ১00 গ্রামকুঁচো চিংড়ি খোসা ছাড়ানো
  3. ৬ টেবিল চামচসর্ষে +পোস্ত + নারকেল+ছানা +কাঁচালঙ্কা একসাথে বাটা
  4. ১ টেবিল চামচমিল্ক পাউডার
  5. স্বাদ মতনুন, হলুদ এবং জিরা গুঁড়া
  6. ১ চা চামচদারুচিনি, এলাচ গুঁড়ো
  7. ৩ টেবিল চামচসর্ষের তেল
  8. ১ চা চামচজিরা, মৌরি এবং তেজপাতা ফোরন
  9. ২ চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    পটলগুলোর গা ছুরি দিয়ে সাবধানে ঘষে নিয়ে পটলের একদিকের মুখটা কেটে তার ভিতর থেকে বীজগুলো বের করে রাখতে হবে ।

  2. 2

    ছাড়ানো পটলগুলো কিছুক্ষন নুন জলে ভিজিয়ে রেখে জল থেকে তুলে হলুদ মাখিয়ে ভেজে নিন ।

  3. 3

    কড়াইতে অল্প তেল রেখে তাতে পটলের বীজ, কুঁচো চিংড়ী একসাথে হালকা ভেজে তুলে নিন ।

  4. 4

    সর্ষে, পোস্ত, নারকেল, লঙ্কার মধ্যে পটলের বীজ ও চিংড়ী মাছ ভাজা মিশিয়ে অল্প জল দিয়ে বেটে রাখুন ।

  5. 5

    সেই কড়াতেই বাকি তেলে অল্প ঘী মিশিয়ে তাতে জিরা, মৌরি ফোরন দিয়ে সুন্দর গন্ধ বের হলে বাটা মিশ্রণটা ঢেলে নুন, হলুদ, চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিন ।

  6. 6

    নামানোর আগে গুঁড়ো দুধটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে রাখুন ।

  7. 7

    মিশ্রণটা কিছুটা ঠান্ডা হলে এবার সেটা থেকে অল্প অল্প করে নিয়ে চামুচের সাহায্যে যতটা সম্ভব ভাজা পটলগুলোর ভিতরে পুরে দিন ।

  8. 8

    পটলের মুখ গুলো কেটে রাখা পটলের টুকরো গুলো দিয়ে বন্ধ করে সুতোর সাহায্যে বেঁধে দিন ।

  9. 9

    এইবার কড়াইতে বাকি তেলটুকু দিয়ে তাতে তেজপাতা, জিরা ফোরণ দিয়ে গন্ধ বের হলে বাটা মিশ্রনের অবশিষ্ট টুকু সামান্য জলে গুলে ঢেলে দিন । সাথে দিন ঝোলের আন্দাজে জল এবং স্বাদ মতো নুন,হলুদ, জিরাগুঁড়ো, সামান্য চিনি ও চেরা লঙ্কা/গুঁড়ো লঙ্কা ।

  10. 10

    গ্যাস হাই ফ্লেমে রেখে ঝোল ফুটে উঠলেই তাতে পটলগুলো ছেড়ে দিন সাবধানে, ঝোল গা মাখা হয়ে এলে গরম মশলার গুঁড়ো এবং ঘী ছড়িয়ে নামিয়ে নিন ।

  11. 11

    গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে এই পদ ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Yaggosheni
Arpita Yaggosheni @ArpitaYaggosheni
একজন হোম মেকার , গল্পের বই পোকা এবং ভোজন রসিক , রান্না প্রিয় মানুষ
আরও পড়ুন

মন্তব্যগুলি

Arpita Yaggosheni
Arpita Yaggosheni @ArpitaYaggosheni
একটু সময় সাপেক্ষ রান্না হলেও ভাত পাতে পুর ভরা পটলের একটু অংশে কামড় দিলেই মন অনায়াসে বলে উঠবে যে রস-কষহীন পটলের জন্য আপনার খাটনি স্বার্থক হয়েছে ।

Similar Recipes