মিষ্টি দই রেসিপি (Sweet curd recipe)

Mousumi Dutta Roy
Mousumi Dutta Roy @cook_108355389

মিষ্টি দই রেসিপি (Sweet curd recipe)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 লিটারদুধ
  2. 1/2 কাপগুঁড়ো দুধ
  3. 1 কাপচিনি
  4. 1 টেবিলচামচটক দই

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে এক লিটার দুধ ফুটিয়ে ঘন করে নিন।

  2. 2

    এবার এর সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে নিন।

  3. 3

    তারপর গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিন মিশ্রণটি। তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না।

  4. 4

    এবার অন্য একটি পাত্রে চিনি ও সামান্য একটু জল দিয়ে ক্যারামেল তৈরি করে নিন ।

  5. 5

    তারপর দুধের সঙ্গে মিশিয়ে দিন তৈরি করে রাখা ক্যারামেল।

  6. 6

    এরপর টক দই নিয়ে একটি কাটা চামচ দিয়ে খুব ভাল করে ফেটিয়ে দুধের মিশ্রণে মিশিয়ে নিন।

  7. 7

    এবার একটি শুকনো পাত্রে মিশ্রণটি ঢেলে দিন।

  8. 8

    তারপরএকটু গরম জায়গায় ৮ ঘণ্টা বা সারা রাত মিশ্রণটি রেখে দিন। নির্দিষ্ট সময় পর দেখবেন মিষ্টি দই তৈরি হয়ে গিয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mousumi Dutta Roy
Mousumi Dutta Roy @cook_108355389

Top Search in

Similar Recipes