কাঁচা কলার কোপ্তা কারি

Aritri ballav
Aritri ballav @cook_12261267

কাঁচা কলার কোপ্তা কারি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2টি কাঁচকলা সেদ্ধ
  2. 1টি আলু সেদ্ধ
  3. 1 কাপটমেটো আদা কাঁচা লঙ্কা পিউরি
  4. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  5. 1চা চামচ জিরেগুঁড়ো
  6. 2-3টেবিল চামচ দই
  7. 1চা চামচ লঙ্কার গুঁড়ো
  8. 1চা চামচ হলুদ গুঁড়ো
  9. 2 টি কাঁচা লঙ্কা চেরা
  10. 1চা চামচ গোটা জিরা
  11. 1টি তেজপাতা
  12. 1টি ছোট এলাচ
  13. 2 টি লবঙ্গ
  14. 1চা চামচ গরম মসলার গুঁড়ো
  15. স্বাদ অনুযায়ী নুন ও চিনি
  16. প্রয়োজন অনুযায়ী তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সিদ্ধ করা কাঁচকলা ও আলু একসাথে চটকে নিয়ে তার মধ্যে দু চামচ বেসন নুন চিনি গরম মসলার গুঁড়ো ও আদা কুচি মিশিয়ে নিন

  2. 2

    কড়াইয়ে তেল গরম করে মিশ্রন থেকে ছোট ছোট গোলা নিয়ে ভেজে তুলুন

  3. 3

    ওই একই কড়াইয়ে আলু গুলিকে নুন হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলুন

  4. 4

    এবার আরেকটু তেল দিন এবং জিরা তেজপাতা ও গরম মসলা ফোড়ন দিন

  5. 5

    আদা কাঁচা লঙ্কা টমেটো পিউরি এবং ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন

  6. 6

    এবারে নুন হলুদ ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে তেল বেরিয়ে আসা পর্যন্ত কষে নিন

  7. 7

    দইটাকে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে ঢেলে দিয়ে মিশিয়ে সামান্য জল মিশিয়ে ঝোলটা ফুটতে দিন

  8. 8

    ঝোল ভালো করে ফুটে উঠলে চিনি,প্রয়োজনমতো নুন ও ভেজে রাখা কোপ্তা গুলো ঝোলের মধ্যে ঢেলে দিন

  9. 9

    ঘি ও গরম মসলা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aritri ballav
Aritri ballav @cook_12261267

মন্তব্যগুলি

Similar Recipes