দই মুর্গি

Deepsikha Chakraborty
Deepsikha Chakraborty @cook_14092070
Bangalore

এটি একটি ঐতিহ্যবাহী পদ যেটা ঘন দই মিশ্রিত ঝোলে মাখানো মুরগির মাংস দিয়ে বানানো হয়। স্বাদে সমৃদ্ধ এই পদ যেকোনো পার্টি বা অনুষ্ঠান বা রবিবারের মধ্যাহ্ন ভোজন এর জন্য এটা একেবারে আদর্শ। এটা গরম ধোঁয়াওঠা ভাত দিয়ে পরিবেশন করুন আবার আপনি রুটি বা চাপাতি বা পরোটা বা নান দিয়েও পরিবেশন করতে পারেন, পছন্দ আপনার।

দই মুর্গি

এটি একটি ঐতিহ্যবাহী পদ যেটা ঘন দই মিশ্রিত ঝোলে মাখানো মুরগির মাংস দিয়ে বানানো হয়। স্বাদে সমৃদ্ধ এই পদ যেকোনো পার্টি বা অনুষ্ঠান বা রবিবারের মধ্যাহ্ন ভোজন এর জন্য এটা একেবারে আদর্শ। এটা গরম ধোঁয়াওঠা ভাত দিয়ে পরিবেশন করুন আবার আপনি রুটি বা চাপাতি বা পরোটা বা নান দিয়েও পরিবেশন করতে পারেন, পছন্দ আপনার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট লাগবে
৪ জনের জন্য পরিবেশিত
  1. ৫০০ গ্রামমুরগির মাংস
  2. ১ কাপ বা ২০০ গ্রাম (প্রায়)টকদই
  3. ৪-৫ টিচেরা কাঁচা লঙ্কা
  4. ১ টিবড় আলু (ডুমো করে কাটা)
  5. ১ টি পেয়াঁজ কুচি বা কোড়ানো
  6. ১ চা চামচআদা বাটা
  7. ১ চা চামচরসুন বাটা
  8. ৩-৪ টিএলাচ
  9. ১ টিদারুচিনি
  10. ৪-৫ টিলবঙ্গ
  11. ২ টিষ্টার অ্যানিস
  12. ১ টিজায়ফল
  13. ১ চা চামচজিরা গুঁড়ো
  14. ১ চা চামচধনেগুঁড়ো
  15. আধা চা চামচশুকনো লংকা গুঁড়ো
  16. আধা চা চামচহলুদ গুঁড়ো
  17. নুন
  18. ২ টিতেজপাতা
  19. ৩ বড় চামচতেল
  20. ধনেপাতা

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট লাগবে
  1. 1

    মুরগির মাংস ২-৩ বড় চামচ টকদই, আদা-রসুন বাটা, অল্প হলুদ ও আধা চা চামচ নুন দিয়ে কমপক্ষে ১ ঘন্টা ম্যারিনেট করুন।

  2. 2

    ফ্রাইং প্যানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, ষ্টার অ্যানিস ও জায়ফল দিয়ে ভাজুন যতক্ষন না মশলার সুন্দর গন্ধ বেরোয়। মশলাগুলো যেন বেশি পুড়ে না যায়। আঁচ থেকে নামিয়ে মশলাগুলো ঠান্ডা করুন। হয়ে গেলে মশলাগুলো থেঁতে নিন।

  3. 3

    প্যানে তেল গরম কর এবং আলু ভেজে নিন। এতে অল্প জল ছড়িয়ে ঢেকে রাঁধুন। আলু সেদ্ধ হয়ে এলে ঢাকা খুলে আলু নামিয়ে নিন।

  4. 4

    আবার তেল গরম করুন। এতে ম্যারিনেট করা মাংস দিয়ে হালকা বাদামী করে ভাজুন। মাংস নামিয়ে সরিয়ে রাখুন।

  5. 5

    আবার তেল গরম করুন এবং এতে তেজপাতা, থেঁতো করা গরম মশলা দিয়ে নাড়ুন।

  6. 6

    এবার পেয়াঁজকুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিন। যতক্ষন না পেয়াঁজ স্বচ্ছ হয়ে আসছে ততক্ষন নাড়ুন।

  7. 7

    এতে এবার ম্যারিনেট করা মাংস, নুন, হলুদ ও ভাজা আলু মেশান।

  8. 8

    ঢেকে দিয়ে ঢিমে আঁচে রাঁধুন। মাংস থেকে জল বেরোনো অবধি রাঁধুন।

  9. 9

    এবার টকদই মেশান। মাংসের সমস্ত টুকরোয় যেন মশলা লেগে যায়। ঢেকে ঢিমে আঁচে ১৫ মিনিট রাঁধুন।

  10. 10

    ১৫ মিনিট পর দেখে নিন মাংস সেদ্ধ হয়েছে কিনা। যদি না হয় আবার ঢেকে ৫-৭ মিনিট রাঁধুন।

  11. 11

    যখন মাংস সেদ্ধ হয়ে যাবে, তখন আঁচ থেকে নামিয়ে নিন।

  12. 12

    এবার মাংস ডেকচিতে ঢেলে দিন এবং টাটকা ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। আপনার দই মুর্গি পরিবেশনের জন্য প্রস্তুত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Deepsikha Chakraborty
Deepsikha Chakraborty @cook_14092070
Bangalore
Food Enthusiast, Stylish, Photographer and Blogger. Love to travel and a movie buff.My Blog: http://whenabongcooks.com/Instagram: https://www.instagram.com/when_a_bong_cooks/
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes