বাটার পনির মসলা

Dia Saila
Dia Saila @cook_16195967
Kolkata , West Bengal , India

আজকে আমি খুব সাধারন ভাবে অনেক মজার বাটার পনির মসলা রেসিপি শেয়ার করলাম যারা পনির খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপি টা খুব ভাল লাগবে ।

বাটার পনির মসলা

আজকে আমি খুব সাধারন ভাবে অনেক মজার বাটার পনির মসলা রেসিপি শেয়ার করলাম যারা পনির খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপি টা খুব ভাল লাগবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩০০ গ্রাম পনির
  2. ২ টি পেঁয়াজ কুঁচি
  3. ১০ কোয়া রসুন
  4. ১ টেবিল চামচ আদা বাঁটা
  5. ২ চা চামচ কাস্মিরি লাল লঙ্কার গুঁড়ো
  6. ১ টেবিল চামচ কাজু বাদাম
  7. ৩ টি টমেটো
  8. ১/২ চা চামচ ধনে গুঁড়
  9. ১ চা চামচ কাসুরি মেথি
  10. ১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  11. স্বাদমতলবন
  12. ১ চা চামচ চিনি
  13. ২ টেবিল চামচ বাটার
  14. ৩ টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সবার প্রথমে কড়াইতে দিয়ে দিতে হবে বাটার এবং একই সাথে দিয়ে দিতে হবে সাদা তেল এবার বাটার এবং তেল খুব ভাল ভাবে মিশিয়ে নিতে হবে ।

  2. 2

    বাটার এবং তেল টা ভাল করে মিশিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুঁচি । এবং পেঁয়াজ টা ১ থকে ২ মিনিট সময় ধরে ভেজে নিতে হবে ।

  3. 3

    পেঁয়াজ টা ভেজে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিতে হবে রসুনের কোয়া এবং একই সাথে দিয়ে দিতে হবে বেটে রাখা আদা এবারে ১ মিনিট সময় ধরে ভেজে নিতে হবে

  4. 4

    ১ মিনিট ভেজে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিতে হবে কাজু বাদাম আর দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো আর দিতে হবে হাফ চামচ পরিমান লবন।

  5. 5

    একই সাথে দিয়ে দিতে হবে হাফ চা চামচ কাস্মেরি লাল লঙ্কার গুঁড় । সব কিছু একটু ভাল ভাবে মিশিয়ে নিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে ৫ মিনিট ঢাকা দিয়ে দিতে হবে । (৫ মিনিট এর ফাকে ১ বার একটু নাড়িয়ে দিতে হবে নুতুবা তলায় লেগে যেতে পারে)

  6. 6

    ৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকা খুলে দিতে হবে এবং গ্যাস অফ করে দিতে হবে এবং কিছু সময় ধরে একটু ঠাণ্ডা করে নিতে হবে ।

  7. 7

    কিছুক্ষণ ঠাণ্ডা করে নেওয়ার পর এটা কে মিক্সির জারের ভিতর দিয়ে দিতে হবে বা তুলে নিতে হবে আর এর ভিতর ১ কাপ পরিমান জল দিয়ে মিক্সির ধাকনা লাগিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে

  8. 8

    পেস্ট তৈরি হয়ে গেলে একটি সাকুনি নিয়ে ভাল করে সেকে নিতে হবে একটি পাত্রে

  9. 9

    এবারে কড়াই গরম করে দিয়ে দিতে হবে ১ টেবিল চামচ বাটার এবং ২ টেবিল চামচ সাদা তেল । দিয়ে ভাল করে তেল এবং বাটার মিশিয়ে নিতে হবেী

  10. 10

    এবারে এই কাড়াইতে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা পেস্ট আর দিতে হবে হাফ চা চামচ ধনে গুঁড় আর দিতে হবে ১ চা চামচ কাস্মেরি লাল লঙ্কার গুঁড়

  11. 11

    একই সাথে দিয়ে দিতে হবে লবন এবং চিনি । দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে

  12. 12

    গ্রেভি ফুটে উঠলে এর ভিতর দিয়ে দিতে হবে পনিরের টুকরো, দিয়ে ভাল করে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে এবং কাসোরি মেথি দিয়ে দিতে হবে ।

  13. 13

    একই সাথে দিয়ে দিতে হবে ফ্রেশ ক্রিম । দিয়ে মিশিয়ে নিতে হবে এবং গাসের ফ্রেম একদম লো করে দিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে ।

  14. 14

    ৫ মিনিট পর গ্যাস অফ করে নামিয়ে নিন । ব্যাস তৈরি হয়ে গেল বাটার পনির মসলা । এবার এটা গরম গরম পরিবেশন করতে হবে । ভিডিও লিঙ্ক -https://youtu.be/8JvocpNTgTk আর ও নতুন নতুন ভিডিও দেখতে Visit করুন আমার চ্যানেলে। Ghoroya Ranna Banna-চ্যানেল লিঙ্ক - https://www.youtube.com/channel/UCHyQVReqxu5jwQl_yUKuUug/videos. রেসিপিটি ভাল লাগবে Comment করে জানাবেন কেমন লাগলো । আর আমার চ্যানেলটি Subscribe করার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ সবাই কে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Dia Saila
Dia Saila @cook_16195967
Kolkata , West Bengal , India
নতুন নতুন রান্না করতে ও শিখতে খুব ভালবাসি । Youtube এ আমার একটি চ্যানেল আছে ,আমি একজন YouTuber .নতুন নতুন ঘরোয়া আর সহজ রকমারি রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি Visit করুণ এবং চ্যানেলটি SUBSCRIBE করে নিন চ্যানেল লিঙ্ক - https://www.youtube.com/channel/UCHyQVReqxu5jwQl_yUKuUug/videosধন্যবাদ ।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes