পনির বাটার মশালা (Paneer Butter Masala recipe in Bengali)

Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

#ebook2
জামাই ষষ্ঠীতে পোলাও বা রুটির সাথে পনির বাটার মশালা পরিবেশন করলে জামাইয়ের ভালোই লাগবে ।

পনির বাটার মশালা (Paneer Butter Masala recipe in Bengali)

#ebook2
জামাই ষষ্ঠীতে পোলাও বা রুটির সাথে পনির বাটার মশালা পরিবেশন করলে জামাইয়ের ভালোই লাগবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
4 সারভিংস
  1. 250 গ্রামপনির
  2. 2 টিবড়ো সাইজের টম্যাটো
  3. 8 কোয়ারসুন
  4. 1টেবিল চামচ আদা কুচি
  5. 1 টিবড়ো সাইজের পেঁয়াজ
  6. 12-14 টিকাজুবাদাম
  7. 4 টিকাঁচা লঙ্কা
  8. 1 চা চামচলঙ্কাগুঁড়ো
  9. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  10. 1/2 চা চামচহলুদগুঁড়ো
  11. স্বাদ মতো নুন ও চিনি
  12. 2টেবিল চামচ সাদা তেল
  13. 2টেবিল চামচ +1চা চামচ বাটার
  14. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  15. 2টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  16. 1 টিকসৌরি মেথি

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    পনির চৌকো চৌকো করে কেটে নিয়ে জলে নুন দিয়ে ফুটিয়ে জল ঝরিয়ে নিতে হবে ।

  2. 2

    কড়াইতে 2টেবিল চামচ বাটার দিয়ে টম্যাটো কুচি, রসুন,আদা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো ভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ।

  3. 3

    এরপর কাজুবাদাম দিয়ে আবার ভেজে নিতে হবে ।

  4. 4

    এরপর এতে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো,চিনি, নুন,প্রয়োজন মতো জল দিয়ে কষিয়ে নিয়ে গরম মশলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।

  5. 5

    ঠান্ডা হয়ে গেলে মিক্সিং মেশিনে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে ।

  6. 6

    এবার কড়াইতে সাদা তেল ও বাটার দিয়ে পনিরগুলো হালকা করে নেড়েচেড়ে তুলে নিতে হবে ।

  7. 7

    ওই তেলেই পেস্ট করা মশলাটা একটা ছাঁকনিতে ছেঁকে দিয়ে দিতে হবে এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও অল্প জল দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিতে হবে ।

  8. 8

    এবার 1টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে পনিরগুলো দিয়ে আবার মাঝারি আঁচে 5মিনিট ফুটিয়ে নিতে হবে ।

  9. 9

    এবার কসৌরি মেথি ও 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5মিনিট রেখে দিতে হবে ।

  10. 10

    রুটি, পরোটা বা পোলাও এর সাথে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

মন্তব্যগুলি (5)

Similar Recipes