পনির স্টাফ (paneer stuff recipe in Bengali)

Tanushree Deb
Tanushree Deb @Tanushree_29

#মা স্পেশাল রেসিপি
মা নিরামিষ খাবার খেতে পছন্দ করেন , পনির খুব পছন্দের মায়ের তাই আজকে
বানালাম পনির স্টাফ

পনির স্টাফ (paneer stuff recipe in Bengali)

#মা স্পেশাল রেসিপি
মা নিরামিষ খাবার খেতে পছন্দ করেন , পনির খুব পছন্দের মায়ের তাই আজকে
বানালাম পনির স্টাফ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা সময়
৫ জন
  1. ১ বাটিপনির
  2. ৫টি মাঝারিআলু
  3. ১ইঞ্চিআদা বাটা
  4. ৪টিকাঁচা লঙ্কা (আপনারা পছন্দ মতো দেবেন)
  5. ৬ টিকাজু বাদাম
  6. ২চা চামচচারমগজ
  7. ২ টেবিল চামচটকদই
  8. স্বাদমতোনুন ও চিনি
  9. ১ চা চামচকাশ্মিরি লঙ্কা গুঁড়ো
  10. ১ চা চামচজিরে গুঁড়ো
  11. ১ চা চামচধনে গুঁড়ো
  12. ১ চা চামচচাট মসলা/ আমচুর পাউডার
  13. ১/২ চা চামচমরিচ গুঁড়ো
  14. ২ টেবিল চামচময়দা
  15. ১ টেবিল চামচকর্নফ্লাওয়ার
  16. প্রয়োজন মতভেজিটেবল অয়েল
  17. প্রয়োজন মতগোটা গরম মশলা
  18. ১/২ চা চামচগরম মশলা গুঁড়ো
  19. ১ চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা সময়
  1. 1

    আলু ভালো করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে আধখানা করে নিন। এরপর একটি চামচে করে মাঝখান থেকে আলুর ভেতরের অংশ বার করে নিতে হবে। আলু ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    আলুর ভিতর থেকে যে অংশ বার করে ছিলাম সেই গুলি একটু সিদ্ধ করে নিলাম ।এই বার ওভেনে একটি কড়া বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে সিদ্ধ করে রাখা আলু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর এতে ছানা চাট মসলা মরিচ গুঁড়ো সামান্য নুন ও চিনি ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ তারপর নামিয়ে নিতে হবে।

  3. 3

    পুরটা ঠান্ডা হলে আলুর ভিতর দিয়ে দিতে হবে। আগে থেকে বলে রাখা একটি বাটিতে ময়দা ও কনফ্লাওয়ার সামান্য নুন ও মরিচ গুঁড়ো সেটি আলুর উপর দিয়ে দিতে হবে।

  4. 4

    কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে আলু গুলো ভেজে তুলে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে (এইটি লো ফ্লেমে ভাজতে হবে ।)

  5. 5

    ঐ তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে আগে থেকে বেটে রাখা মসলা আদা কাঁচালঙ্কা কাজুবাদাম চারমগজ আর টক দই দিয়ে দিতে হবে। এরপর

  6. 6

    একে একে জিরেগুঁড়ো ধনেগুঁড়ো কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে তাতে সামান্য পরিমাণ গরম জল দিয়ে নাড়াচাড়া করতে হবে এবং চাপা দিয়ে দিতে হবে।

  7. 7

    কিছুক্ষণ পর চাপা খুলে দেখে নিতে হবে আলু সিদ্ধ হয়েছে কিনা আলু সিদ্ধ হয়ে গেলে তাতে গরম মশলা গুঁড়ো চিনি ও ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tanushree Deb
Tanushree Deb @Tanushree_29

Similar Recipes