মরিচ কাতলা

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#গল্পকথায় রান্না বান্নায় জমে উঠুক আড্ডাটা#মরিচ কাতলা খুব ঝাল ঝাল মাছের একটি পদ। শুকনো লঙ্কা বাটা দিয়ে এই রান্না খুব টেস্টি।

মরিচ কাতলা

#গল্পকথায় রান্না বান্নায় জমে উঠুক আড্ডাটা#মরিচ কাতলা খুব ঝাল ঝাল মাছের একটি পদ। শুকনো লঙ্কা বাটা দিয়ে এই রান্না খুব টেস্টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 মিনিট
3 জনের জন্যে
  1. 150 গ্রামকাতলা মাছের ছোটো ছোটো টুকরো
  2. 4 টে শুকনো লঙ্কা
  3. 2চা চামচ ভিনিগার
  4. 1 চা চামচ জিরে
  5. 1 চা চামচ হলুদ
  6. 3 চা চামচ টম্যাটো পেস্ট
  7. পরিমাণ মতোনুন
  8. 1/2 কাপসরষের তেল
  9. 1 টি ছোট পেঁয়াজ কুচি
  10. 1 চা চামচআদা

রান্নার নির্দেশ সমূহ

10 মিনিট
  1. 1

    মাছের টুকরো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    জিরে ও শুকনো লঙ্কা ভিনিগার এ ভিজিয়ে 10 মিনিট রেখে বেটে নিতে হবে।

  3. 3

    তেল গরম করে মাছ ভাজতে হবে।

  4. 4

    ওই তেলে পেঁয়াজ দিয়ে ভাজতে হবে।

  5. 5

    পেঁয়াজ লালচে হলে লঙ্কা ও জিরে বাটা ভিনিগার মেশানো, টম্যাটো পেস্ট, নুন, হলুদ দিয়ে কষতে হবে।

  6. 6

    কিছুক্ষণ কষে আদা বাটা দিয়ে কষতে হবে। তেল ছাড়লে মাছ দিয়ে কষে নিতে হবে।

  7. 7

    মাছ ও মশলা র সাথে ভালো করে মিশিয়ে জল দিয়ে ফুটিয়ে গ্যাস কম করে দিতে হবে।

  8. 8

    কিছুক্ষণ পর মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিয়ে পরিবেশন/ সার্ভিং পাত্রে পরিবেশন করে দিতে হবে।

  9. 9

    তৈরি/রেডি মরিচ কাতলা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

মন্তব্যগুলি

Similar Recipes