মুড়িঘন্ট

Priya Das
Priya Das @cook_12735498

বাঙালির রন্ধনশিল্প

মুড়িঘন্ট

বাঙালির রন্ধনশিল্প

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
2জন
  1. 1 টি বড় কাতলা র মাথা
  2. 50 গ্রামগোবিন্দ ভোগ চাল
  3. 1 টা মাঝারি আলু ডুমো করে কাটা
  4. 1 টি ছোট পেঁয়াজ কুচি
  5. 1 টা ছোট টমেটো কুঁচি
  6. 1 চা চামচআদা বাটা
  7. 1 চা চামচজিরে বাটা
  8. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 4 টিএলাচ
  10. 2 টুকরোদারচিনি
  11. 4 টি লবঙ্গ
  12. 2 টি শুকনো লঙ্কা
  13. 1 টি তেজপাতা
  14. 1 চা চামচগোটা জিরে
  15. 1 চা চামচধনে গুঁড়ো
  16. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  17. 1/2 চা চামচচিনি
  18. 2 চা চামচকিসমিস
  19. 2 চা চামচঘি
  20. 100 গ্রামসর্ষের তেল।

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    প্রথমেই চাল গুলো ধুয়ে ভিজিয়ে রাখতে হবে30মিনিট।জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল গরম করে মাছের মুড়ো টা নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। ওই টেলেই গোটা গরম মশলা,জিরে,শুকনো লঙ্কা তেজপাতা ফোঁড়ন দিতে হবে।

  3. 3

    সুন্দর গন্ধ বার হলে পেঁয়াজ কুঁচি দিয়ে নাড়তে হবে,পেঁয়াজ নরম হলে তাতে টমেটো কুঁচি আর সব গুঁড়ো মসলা দিয়ে কষাতে হবে,প্রয়োজন হলে সামান্য জল দিয়ে কষতে হবে।

  4. 4

    এবার কিসমিস,চাল আর ভেজে রাখা মাথা গুলো একটু ভেঙ্গে ভেঙে দিয়ে আবার নাড়তে হবে,নুন দিয়ে দিতে হবে।সব ভালো ভাবে মিশিয়ে চাল সিদ্ধ হবার মতো জল দিয়ে ঢেকে দিতে হবে।

  5. 5

    ঢিমে আচে 15 মিনিট রান্না করে চাল গুলো সেদ্ধ হলে চিনি,গরম মসলার গুঁড়ো দিয়ে ভালো করে মেশাতে হবে।

  6. 6

    শুকনো শুকনো হলে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priya Das
Priya Das @cook_12735498

মন্তব্যগুলি

Similar Recipes