লাল ঝাল চিকেন

Jaya Bhattacharyya
Jaya Bhattacharyya @cook_16530942

#ভোজন রসিক বাঙালি(BRB)

লাল ঝাল চিকেন

#ভোজন রসিক বাঙালি(BRB)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
  1. 500 গ্রামচিকেন
  2. 75 গ্রামসরষের তেল
  3. 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন
  4. 10 টা বেশ বড় সাইজের শুকনো লঙ্কা
  5. 1 টেবিল চামচ আদা বাটা
  6. 1 টেবিল চামচ রসুন বাটা
  7. 1 টা ছোট পিয়াজের পেস্ট
  8. 2 টো মাঝারি সাইজের পিয়াজ কুচোন
  9. 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. সামান্যচিনি
  12. 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো
  13. 1/2 চা চামচ ধনে গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে দুটো শুকনো লঙ্কা আলাদা রেখে বাকি আটটা শুকনো লঙ্কা কে হালকা গরম জলে ভিজিয়ে রাখতে হবে।। কিছুক্ষণ পর ওই আটটা শুকনো লঙ্কার দানা বাদ দিয়ে শুধু খোলা গুলো ভালো করে বেটে নিতে হবে।।

  2. 2

    চিকেন টা ভালো করে পরিষ্কার করে তারমধ্যে সরষের তেল শুকনো লঙ্কা বাটা আদা রসুনের পেস্ট অল্প হলুদ গুঁড়ো নুন দিয়ে মেখে রাখতে হবে আধঘন্টা।।

  3. 3

    এরপর কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে দিতে হবে,তেল টা ভাল মত গরম হলে তাতে দুটো শুকনো লঙ্কা এবং পুরো পাঁচফোড়ন টা দিয়ে দিতে হবে ভালো গন্ধ বের হলে আমরা তাতে কুচানো পেঁয়াজ টা যোগ করব।।

  4. 4

    পিয়াজ টা বেশ বাদামি করে ভেজে নেব, তারপর তাতে বাটা পেঁয়াজ দেবো এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখা চিকেন টা দিয়ে দেব তারপর একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখবো।। কিছুক্ষণ পরপর ঢাকা খুলে একটু নেড়ে দিয়ে আবার চাপা দিয়ে রাখতে হবে।।এভাবে বেশ কিছুক্ষন আমরা চিকেন টা কষিয়ে নেব ।।

  5. 5

    এবার আন্দাজমতো নুন অল্প হলুদ এক চিমটি চিনি হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আবার কষাতে থাকবো।। অল্প অল্প গরম জল দিয়ে কম আছে মাংসটা কষাতে থাকবো।।

  6. 6

    মাংস ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবং তেল বেরিয়ে এলে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে ভাত বা রুটির সাথে পরিবেশন করা যাবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jaya Bhattacharyya
Jaya Bhattacharyya @cook_16530942

মন্তব্যগুলি

Anushree Das Biswas
Anushree Das Biswas @cook_0107
Aaj banalam tomar recipe anujayee sathe diyechi half tomato paste.dekhte laal holo na..tobe panchforon r jonyo gondho ta bhalo hoyeche.

Similar Recipes