ধনিয়া চিকেন

Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

#ভোজন রসিক বাঙালি(BRB)

ধনিয়া চিকেন

#ভোজন রসিক বাঙালি(BRB)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

চল্লিশমিনিট
চারজন
  1. 500 গ্রামচিকেন
  2. 1 কাপধনেপাতা কুঁচি
  3. 6 টি কাঁচা লঙ্কা
  4. 1/2 চা চামচ গোটা জিরে
  5. 1 চা চামচ গুঁড়ো করা ধনে
  6. 2 টি পেঁয়াজ কুঁচি করা
  7. 2 টেবিল চামচ টমেটো পেস্ট
  8. স্বাদমতো নুন
  9. 2 চা চামচ আদা বাটা
  10. 2 চা চামচ রসুন বাটা
  11. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  12. 4টেবিল চামচ টকদই
  13. স্বাদমতো চিনি
  14. 2 চা চামচধনে গুঁড়ো
  15. 2 টেবিল চামচতেল

রান্নার নির্দেশ সমূহ

চল্লিশমিনিট
  1. 1

    ধনে পাতা ও কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে হবে।

  2. 2

    চিকেন টক দই ও নুন দিয়ে মেখে রাখতে হবে।

  3. 3

    কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ও ভেজে গুঁড়া করা ধনে দিতে হবে।

  4. 4

    পেঁয়াজ কুঁচি দিয়ে ভাজতে হবে,আদা ও রসুন বাটা দিয়ে কষাতে হবে।

  5. 5

    ম্যারিনেট করা চিকেন দিতে হবে, একটু কষিয়ে টমেটো পেস্ট দিতে হবে।

  6. 6

    হলুদ গুঁড়ো দিয়ে মেশাতে হবে, কিছুক্ষণ বাদে ধনেপাতার পেস্ট দিতে হবে। ভালো করে কষাতে হবে।

  7. 7

    কম আঁচে রাখতে হবে, মাখামাখা মতো হলে চিনি ও ধনে গুঁড়ো মিশিয়ে নামাতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

মন্তব্যগুলি

Similar Recipes