প্রন চাউ কাটলেট

SADHANA DEY
SADHANA DEY @cook_16026470
Howrah
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫-৬ টিপ্রন / চিংড়ি মাছ
  2. ১ প্যাকেটচাউ
  3. ১ চা চামচরসুনকুচি
  4. ১/৪ চা চামচরসুনবাটা
  5. ১চা চামচসয়াসস
  6. ১ চা চামচলঙ্কাগুঁড়ো
  7. ১/৪ চা চামচলেবুর রস
  8. ১/৪ চা চামচআদাবাটা
  9. ১/৪ চা চামচকালো মরিচগুঁড়ো
  10. স্বাদমতনুন
  11. ১কাপভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে রসুনকুচি ও নুন দিয়ে চাউ সেদ্ধকরে নিতে হবে

  2. 2

    চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে

  3. 3

    পরিমান মত নুন, ১/৪ চামচ রসুনবাটা, ১/২চামচ লঙ্কাগুঁড়ো, সয়াসস, আদাবাটা দিয়ে চিংড়ি মাছ ১৫ মিনিট মেরিনেট করতে হবে।

  4. 4

    ১ টি পাত্রে সেদ্ধ চাউ এরসাথে ১/৪ চামচ লঙ্কাগুঁড়ো, কালোমরিচ গুঁড়ো মিশিয়ে নিতে হবে।এর থেকে পরিমান মত চাউ লম্বা করে বিছিয়ে দিতে হবে।

  5. 5

    এরউপর মেরিনেট করা চিংড়ি মাছ রেখে রোল করে নিতে হবে ।

  6. 6

    এভাবে সব চিংড়ি মাছ চাউ দিয়ে মুড়ে রোল বানিয়ে নিতে হবে।

  7. 7

    কড়াইতে তেল দিয়ে মাঝারি আঁচে গরম করে চাউ চিংড়ি মাছ কাটলেট সোনালী করে ভেজে তুলে নিতে হবে।

  8. 8

    স্যালাদ ও পছন্দমত সস দিয়ে গরম গরম পরিবেশন করুন প্রন চাও কাটলেট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SADHANA DEY
SADHANA DEY @cook_16026470
Howrah

মন্তব্যগুলি

Similar Recipes