প্রন কাটলেট (চিংড়ি মাছের কাটলেট)(prawn cutlet recipe in Bengali)

Srabonti Dutta
Srabonti Dutta @cook_13529239
Kolkata

প্রন কাটলেট (চিংড়ি মাছের কাটলেট)(prawn cutlet recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫৫ মিনিট
৩ জন
  1. ৫ টি একটু বড় বাগদা চিংড়ি মাছ
  2. ২ টেবিল চামচ পাতিলেবুর রস
  3. ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  4. ২ টেবিল চামচ রসুন বাটা
  5. ১ টেবিল চামচ আদা বাটা
  6. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  7. ২ টি ডিম
  8. ২ কাপ ব্রেডক্রাম্বস / পাউরুটির গুঁড়ো
  9. ১ চা চামচ গোল মরিচ গুঁড়ো
  10. ১/২ কাপ তেল
  11. স্বাদমত নুন

রান্নার নির্দেশ সমূহ

৫৫ মিনিট
  1. 1

    চিংড়ি মাছ গুলি খোলা ছাড়িয়ে (মাথা ও ল্যাজ রেখে) ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    তারপর মাঝখানে লম্বা করে চিড়ে দুই দিক চেপে ফ্ল্যাট করে নিতে হবে।

  3. 3

    পাতিলেবুর রস, নুন ও ১/২ চা চামচ গোল মরিচ গুঁড়ো মাখিয়ে মাছ গুলি ম্যারিনেট করে রাখতে হবে ১৫-২০ মিনিট।

  4. 4

    তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে মাছ গুলি ম্যারিনেট করে রাখতে হবে ৫-৬ ঘন্টা।

  5. 5

    তারপর ডিমের সাথে নুন ও বাকি ১/২ চা চামচ গোল মরিচ গুঁড়ো মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ম্যারিনেটেড চিংড়ি মাছ গুলি ডুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে আবার ডিমে ডুবিয়ে ও ব্রেড ক্রাম্বস মাখিয়ে গরম তেলে ভেজে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srabonti Dutta
Srabonti Dutta @cook_13529239
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes