রাইস ওমলেট

Smita Banerjee
Smita Banerjee @cook_15813444

বাচ্চাদের টিফিন রেসিপি

রাইস ওমলেট

বাচ্চাদের টিফিন রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
১জনের
  1. ২ টেবিল চামচ গোবিন্দ ভোগ চাল
  2. ২ টেবিল চামচ গাজর কুঁচি
  3. ১ টেবিল চামচ পিঁয়াজ কুঁচি
  4. ৩ কোয়া রসুন কুঁচি
  5. ২টো ডিম
  6. ২চা চামচ চীজ গ্রেড
  7. ১চা চামচ গোলমরিচ
  8. ২টেবিল চামচ সাদা তেল
  9. স্বাদ মতন নুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে সব উপকরণ নিতে হবে । গোবিন্দ ভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর গোবিন্দ ভোগ চালের ভাত বানিয়ে নিতে হবে।

  3. 3

    এবার কড়াই এ তেল গরম হলে একে একে রসুন কুঁচি, পিঁয়াজ,গাজর স্বাদ মতন নুন দিয়ে ভালো ভাবে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার ভাজার মধ্যে ভাত দিয়ে আবার ভালো করে ভাজতে হবে ।

  5. 5

    তৈরি হল রাইস। এবার দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। ঐ রাইস দিয়ে আবার ভালো করে ফেটাতে হবে ।

  6. 6

    গ্যাসে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে ডিম গোলা মিশ্রন টি ঢেলে দিতে হবে।

  7. 7

    এক পিঠ ভাজা হলে ওপরে গ্রেড করা চীজ ছরিয়ে ওমলেটের মত উল্টে ভেজে নিতে হবে ।

  8. 8

    দুপাশ ভালো ভাবে ভাজা হলে তৈরি রাইস ওমলেট। ওপরে গোলমরিচ ছরিয়ে দিতে হবে । এখানে সবজির মধ্যে গাজর ব্যবহার করেছি ইচ্ছে মতন সবজি দেওয়া যেতে পারে যেমন বীন, ক্যাপসিকাম, মটরশুটি ।

  9. 9

    এবার টিফিন বক্সে ভোরে সাথে মেয়নিজ আর টমেটো সস্ দিলেই দারুন টিফিন বাচ্চাদের ।

  10. 10

    অনেক বাচ্চা রাইস বা সবজি বা ডিম খেতে চায় না এই ভাবে টিফিন বানালে তারা খুব সুস্বাদু খাবার খাবে আর এক সাথে অনেক কিছু খাওয়া হবে । আর এটা অনেক সময় পেট ভরা থাকবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Smita Banerjee
Smita Banerjee @cook_15813444

মন্তব্যগুলি

Similar Recipes