ম্যাগি চিজি ওমলেট (maggi cheese omelette recipe in Bengali)

Dipika Saha
Dipika Saha @cook_26372960
Raiganj

টিফিন হিসেবে খুব ভালো লাগে খেতে আর খুব অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায়।

ম্যাগি চিজি ওমলেট (maggi cheese omelette recipe in Bengali)

টিফিন হিসেবে খুব ভালো লাগে খেতে আর খুব অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
২জন
  1. ১টা পিঁয়াজ কুঁচি
  2. ১টা টমেটো কুঁচি
  3. ১ টাক্যাপ্সিকাম কুঁচি
  4. পরিমান মতোধনেপাতা কুঁচি
  5. ১টা কিউব চিজ গ্রেট করা
  6. ২টা কাঁচা লঙ্কা কুঁচি
  7. ২টা ডিম
  8. ১টা ছোট প্যাকেট ম্যাগি
  9. পরিমান মতোম্যাগি মশলা
  10. প্রয়োজন মতসাদাতেল
  11. স্বাদমতোলবণ

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে একটা পাএে পরিমাণমত জল ও লবণ দিয়ে, জল ফুটলে ম্যাগি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এরপর একটা মিস্কিং পাএে পেঁয়াজ কুঁচি, ক্যাপ্সিকাম কুঁচি, টমাটো কুঁচি, ডিম,সেদ্ধ ম্যাগি,ম্যাগি মশলা,লঙ্কা কুঁচি,লবণ,গ্রেটেড চিজ, সাদাতেল সব এক সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এবার একটা ফ্রাইংপ্যান এ তেল দিয়ে তেল টা গরম হলে বেটারটা ঢেলে ওমলেট আকারে করে হবে (নীচের দেওয়া ছবির মত)।

  4. 4

    এরপর ওমলেট এ ধনেপাতা কুঁচি আর চিজ ছড়িয়ে দিতে হবে।

  5. 5

    এবার ওমলেটা হাল্কা বাদামী রঙ হলে হলে ওমলেটা ভাজ করে দিতে হবে।

  6. 6

    আর একটু ভাজা হলেই পরিবেশনের জন্য তৈরি "ম্যাগি চিজি ওমলেট"

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipika Saha
Dipika Saha @cook_26372960
Raiganj
রান্না করতে ভালোবাসি💖 আর নতুন নতুন রান্না করে খাওয়াতের খুব ভালোবাসি 😊.
আরও পড়ুন

Similar Recipes