চিকেন টিক্কা কেবাব পিজ্জা

BR
BR @bondovrfood007
Kolkata:India

#উদ্বৃত্ত খাদ্যবস্তু দিয়ে তৈরি রেসিপি
দুই দিন আগে একটা প্রতিযোগিতার জন্য বানিয়েছিলাম গার্লিক অরিগ্যানো ব্রেড। আর অবধারিতোভাবেই কিছুটা মাখা ময়দা হল উদ্বৃত্ত। গতকাল রাতের কেবাব ফ্রিজে রাখা আছে। এই সপ্তাহের প্রতিযোগিতার বিষয় দেখেই রেসিপিটা মাথায় আসে। তাই বানিয়েই তোমাদের সঙ্গে সেটা ভাগ করে নিলাম।

চিকেন টিক্কা কেবাব পিজ্জা

#উদ্বৃত্ত খাদ্যবস্তু দিয়ে তৈরি রেসিপি
দুই দিন আগে একটা প্রতিযোগিতার জন্য বানিয়েছিলাম গার্লিক অরিগ্যানো ব্রেড। আর অবধারিতোভাবেই কিছুটা মাখা ময়দা হল উদ্বৃত্ত। গতকাল রাতের কেবাব ফ্রিজে রাখা আছে। এই সপ্তাহের প্রতিযোগিতার বিষয় দেখেই রেসিপিটা মাথায় আসে। তাই বানিয়েই তোমাদের সঙ্গে সেটা ভাগ করে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট
1জন
  1. পিয্জা বেস এর উপকরণ-
  2. 1 কাপময়দা
  3. 1/4 কাপঈষদুষ্ণ দুধ
  4. 1টেবিল চামচ রসুন কুচি
  5. 2চা চামচ মাখন
  6. 1চা চামচ ব্রাউন সুুুগার
  7. 1/2চা চামচ ড্রাইইস্ট
  8. 1/2চা চামচ নুন
  9. 1/2চা চামচ অরিগ্যানো
  10. 1/2চা চামচ সাদা তেল
  11. পিজ্জার উপরে দেবার উপকরণ-
  12. 1টি চীজ কিউব
  13. 1/2চা চামচ গোলমরিচ গুঁড়ো
  14. 4/5টি তুলসি পাতা
  15. টমেটো চিলি মিক্সের উপকরণ-
  16. 1টি টমেটো
  17. 1/2লাল ক্যপ্সিকম
  18. 5টি লাল শুকনো লঙ্কা
  19. 1"আদা
  20. 4টি রসুনের কোয়া
  21. 1/2চা চামচ নুন
  22. 1/2চা চামচ ব্রাউন সুগার
  23. 1টেবিল চামচ ভিনিগার
  24. 2টেবিল চামচ সাদা তেল
  25. প্রয়োজন অনুযায়ী জল
  26. কেবাব এর উপকরণ-
  27. 200গ্রাম বোনলেস চিকেন ব্রেস্ট
  28. 2টেবিল চামচ সাদা তেল
  29. 1টি লেবু
  30. 1টেবিল চামচ জল ঝরানো টক দই
  31. 1টেবিল চামচ শুকনো ভাজা বেসন
  32. 1চা চামচ আদা রসুন পেস্ট
  33. 1চা চামচ কাঁচা লঙ্কা পেস্ট
  34. 1চা চামচ কেবাব মশলা
  35. 1/2চা চামচ নুন
  36. 1/2চা চামচ শাহ মরিচ গুঁড়ো
  37. 1/2চা চামচ গোলমরিচ গুঁড়ো
  38. 4/5টি কেবাব কাঠি

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট
  1. 1

    একটি বড়ো পাত্রে দুধে চিনি ও ইস্ট দিয়ে 10মিনিট অপেক্ষার পর তাতে নুন, মাখন, রসুনের কুচি, অরিগ্যানো ও ময়দা দিয়ে ভালো করে মেখে নিন এবং একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে 1ঘন্টা রেখে দিতে হবে। 1ঘণ্টা পর আবার সামান্য ময়দা ছড়িয়ে 5মিনিট ময়দার গোলাটা ঠেসে নিন। যেহেতু 4ভাগের এক ভাগ এই মাখা ময়দা উদ্বৃত্ত ছিল তাই আমাকে আর মাখতে হয় নি।

  2. 2

    টমেটো, ক্যপ্সিকম, লঙ্কা, আদা ও রসুন তেল মখিয়ে গ্যাসে পুড়িয়ে নিয়ে ঠান্ডা করে বীজ ফেলে দিয়ে টুকরো করুন এবং সামান্য জল দিয়ে মিক্সিতে ভালো করে পিষে নিন। গ্যাস জ্বালিয়ে তাতে কড়াই বসিয়ে তেল গরম করে ঐ মিশ্রণ টি ঢেলে সমানে নাড়তে থাকুন। ইতিমধ্যে নুন ও চিনি দিয়ে দিন। যখন মিশ্রণ থেকে তেল ছেড়ে আসবে তখন গ্যাস বন্ধ করে পরিমাণ মতো ভিনিগার দিয়ে নাড়িয়ে ঠান্ডা করে বোতলবন্দি করে নিন। আপনার টমেটো চিলি মিক্স তৈরী।

  3. 3

    যদিও কেবাব ও বানানো ছিল তাও রেসিপি টা দিলাম। কেবাব স্টিক গুলো 15 মিনিট জলে ভিজিয়ে রাখুন। চিকেনের ব্রেস্ট ছুরির পেছন দিয়ে মেরে ফাইবার গুলো ছিড়ে দিন অথবা কাঁটাচামচ দিয়ে ফুটো করে নিন। এবারে মাঝারি আকারে কেটে নুন ও লেবুর রস দিয়ে মেখে 1/2ঘণ্টা রেখে দিতে হবে। আধ ঘন্টা পরে অতিরিক্ত জল চিপে ফেলে দিয়ে মাংসের সঙ্গে সমস্ত মশলা ও 1টেবিল চামচ তেল মেখে 1ঘন্টা ম্যরিনেট করুন। 1ঘণ্টা পর কেবাব কাঠিতে চিকেনের টুকরো গুলো গেঁথে বাকি তেল মখিয়ে ওভেন 'গ্রিল' মোডে প্রীহিট করে 20মিনিট গ্রিল করলেই টিক্কা কেবাব তৈরী।

  4. 4

    যেহেতু প্রতিটা উপকরণ আমার ফ্রিজে উদ্বৃত্ত ছিল তাই ফ্রিজ থেকে বের করে ঘরের তাপমাত্রায় এনে অল্প ময়দা ছড়িয়ে মাখা ময়দা বেলে নিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে ফুটো করে ট্রেতে তেল মখিয়ে পিয্জা বেস বসিয়ে ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখি 10মিনিট। 10মিনিট পর পিয্জা বেসে আগে উপরে বলা টমেটো চিলি মিক্স মাখিয়ে শুধুমাত্র কেবাবটা পাতলা করে কেটে নেই ও ডিপ ছড়ানো পিয্জা বেসের উপরে সাজিয়ে দেই। এরপর গ্রেট করা চীজ, গোলমরিচ গুঁড়ো ও তুলসি পাতার কুচি ছড়িয়ে দেই।

  5. 5

    প্রীহিট করা ওভেনে 200°c তাপমাত্রায় প্রথমে 10মিনিট ও পরে তাপমাত্রা 150°c তে তাপ মাত্রা কমিয়ে এনে আরো 10 মিনিট বেক করি 'বোথ' হিটার 'ওন' মোডে এবং ট্রে একদম নীচে বসিয়ে। সময় পুরো হলেই উদ্বৃত্ত উপকরণ দিয়ে তৈরি চিকেন টিক্কা কেবাব পিজ্জা পরিবেশনের জন্য প্রস্তুত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
BR
BR @bondovrfood007
Kolkata:India
still learning & trying to create #RECIPES with soulfollow me on:www.instagram.com/br_lovonio
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes