তন্দুরি পনির ভেজিটেবল পিজ্জা(pizza recipe in Bengali)

Sushmita Chakraborty
Sushmita Chakraborty @Suhmita_16

তন্দুরি পনির ভেজিটেবল পিজ্জা(pizza recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. পিজ্জা বেস এর উপকরণ
  2. ১.৫ কাপ ময়দা
  3. ১ কাপ উষ্ণ দুধ
  4. ১ টেবিল চামচ ড্রাই ঈষ্ট
  5. ১ চা চামচ চিনি
  6. ১/৪ চা চামচ নুন
  7. ১ টেবিল চামচ সাদা তেল
  8. তন্দুরি পনির ভেজিটেবল এর উপকরণ
  9. ১কাপ পনির টুকরো
  10. ১/২ ক্যাপ্সিকাম
  11. ১/২ টমেটো
  12. ১/২ পেঁয়াজ
  13. ২টেবিল চামচ টকদই
  14. ১ চা চামচ কাশ্মীরী লাল লঙ্কার গুঁড়ো
  15. ১/২ চা চামচ তন্দুরি মশলা
  16. ১ চা চামচ তেল
  17. ২টো চীজ কিউব
  18. ৩-৪ টেবিল চামচ পিজ্জা সস (বাড়িতে তৈরি)
  19. পরিমাণ মতমিক্সড হার্ব ও চিলি ফ্লেক্স

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    উষ্ণ দুধে চিনি দিয়ে মিশিয়ে নিন এবং ঈষ্ট মিশিয়ে ফুলে ওঠা পর্যন্ত রেখে দিন

  2. 2

    ময়দা তে তেল ও নুন দিয়ে মিশিয়ে এবার ঐ ঈষ্ট মিশানো দুধ দিয়ে ভালো করে মেখে রেখে দিন

  3. 3

    একটি পাত্রে টকদই, নুন, লাল লঙ্কার গুঁড়ো,বেসন দিয়ে মিশিয়ে পনির ও সব সব্জী দিয়ে ভালো করে মিশিয়ে নিন

  4. 4

    ময়দা ফুলে দ্বিগুণ হয়ে গেলে হাত দিয়ে ঠেসে নিন এবং রুটি র আকারে বেলে নিন

  5. 5

    পিজ্জা ট্রে তে তেল ব্রাশ করে পিজ্জা বেস রেখে দিন এরপর তাতে পিজ্জা সস দিয়ে ভালো করে লাগিয়ে নিন

  6. 6

    পনির টুকরো ও পেঁয়াজ,ক্যাপ্সিকাম, টমেটো সাজিয়ে নিন,চীজ গ্রেট করে দিয়ে দিন, মিক্সড হার্ব ও চিলি ফ্লেক্স দিয়ে 200 ° তে প্রিহিট করে পিজ্জা বসিয়ে দিন

  7. 7

    পরিবেশন করুন মজাদার পিজ্জা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sushmita Chakraborty

মন্তব্যগুলি

Similar Recipes