বোয়াল মাছের পাতলা ঝোল

Ratna saha
Ratna saha @cook_17469763

#ঐতিহ্যগত বাঙালি রান্না

বোয়াল মাছের পাতলা ঝোল

#ঐতিহ্যগত বাঙালি রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪ টুকরোবোয়াল মাছ
  2. ১টিআলু
  3. ৪ টে পটল
  4. ১টি টমেটো
  5. ২টিকাঁচা লঙ্কা (চেরা)
  6. ৪-৫টাবিলিতি বা দেশি ধনে পাতা
  7. ১/২চা চামচ কালো জিরে
  8. ১চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  9. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  10. স্বাদ মতোনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছ ভেজে তুলে নিন ।

  2. 2

    এরপর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিন।

  3. 3

    লম্বা করে কেটে রাখা আলু পটল দিয়ে দিন।

  4. 4

    নুন হলুদ দিয়ে নেড়ে নিন, একটু ভাজা ভাজা হলে টোম্যাটো বাটা আর লঙ্কা গুঁড়ো দিন্‌ কষিয়ে নিন তেল ছাড়া পর্যন্ত।

  5. 5

    তেল ছেড়ে এলে পরিমান মতো জল দিন।

  6. 6

    ঝোল ফুটলে মাছ ছেড়ে দিন,আরো কিছুক্ষন ফুটিয়ে সবজি সেদ্ধ হতে দিন।

  7. 7

    ঝোল একটু গাঢ় হলে, নুন ঝাল দেখে নিন।

  8. 8

    শেষে বিলিতি ধনেপাতা থেঁতো করে ঝোলে মিশিয়ে দিয়ে কিছুক্ষন ঢেকে রাখুন এবং গ্যাস অফ করে দিন।

  9. 9

    এবার গরম ভাতের সাথে সার্ভ করুন একদম হালকা পাতলা, কম মসলায় রান্না বোয়াল মাছের ঝোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ratna saha
Ratna saha @cook_17469763

মন্তব্যগুলি

Similar Recipes