ক্যারোট মাঞ্চুরিয়ান

Labani Majumder
Labani Majumder @cook_16133853

ইন্দো চাইনিজ রেসিপি

ক্যারোট মাঞ্চুরিয়ান

ইন্দো চাইনিজ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪ জনের
  1. ২ টিসেদ্ধ করা গাজর
  2. ১ টা সেদ্ধ করা আলু
  3. ২টি পেঁয়াজ
  4. ১ টি ক্যাপসিকাম
  5. ৫ কোয়া রসুন
  6. ৪চা চামচ কর্ন ফ্লাওয়ার
  7. ২ চা চামচ ময়দা
  8. ২ চা চামচ আদা বাটা
  9. ১ চা চামচ রসুন বাটা
  10. ১ চা চামচ লঙ্কার গুঁড়ো
  11. ৪ চা চামচটমেটো সস
  12. ১ চা চামচ সোয়া সস
  13. ১ চা চামচ চিলি সস
  14. ৫০গ্রাম সাদা তেল
  15. ১ চা চামচ পোস্ত
  16. ২ চা চামচপিঁয়াজ পাতা কুঁচি
  17. ১/২ কাপ ধনেপাতা
  18. ২ টি কাঁচা লঙ্কা কুঁচি
  19. ১,১/২ চা চামচলবন
  20. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  21. ১/২ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সেদ্ধ করা গাজর ও আলু আদা রসুন বাটা, স্বাদ মতন লবন, একটু হলুদ গুড়ো, ২ চামচ কর্ন ফ্লাওয়ার, ময়দা, ধনেপাতা কুঁচি, কাঁচা লঙ্কা কুঁচি, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে, গোল গোল করে কড়াই তে সাদাতেল গরম করে মাঞ্চুরিয়ান ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    একটি বাটিতে ২ চামচ কর্ন ফ্লাওয়ার ৩ চামচ জল দিয়ে গুলে রাখতে হবে।

  3. 3

    মাঞ্চুরিয়ান ভেজে তুলে রাখার পর, ওই তেলেই পিয়াজ কুঁচি, রসুন, আদা বাটা, লঙ্কা কুঁচি দিয়ে লবন হলুদ গুড়ো দিয়ে ভেজে ক্যাপসিকাম দিয়ে হালজা করে ভেজে টমেটো সস, সোয়া সস ও চিলি সস দিয়ে কষিয়ে অল্প জল দিতে হবে।

  4. 4

    জল ফুটে উঠলে গুলে রাখা কর্ন ফ্লাওয়ার দিয়ে মিশিয়ে ভেজে রাখা গাজরের মাঞ্চুরিয়ান দিয়ে আরো ২ মিনিট কম আঁচে রাখতে হবে, ঘন হয়ে আসলে সামান্য পোস্ত ও পিঁয়াজ পাতা কুঁচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Labani Majumder
Labani Majumder @cook_16133853

মন্তব্যগুলি

Similar Recipes