মালাই আলুর দম (malai alur dom recipe in Bengali)

Saswati das
Saswati das @cook_14009903

মালাই আলুর দম (malai alur dom recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 সারভিংস
  1. 250 গ্রামআলু
  2. 1/2 কাপসেদ্ধ কড়াইশুটি
  3. 1/2চা চামচ গোটা ধনে
  4. 1/2চা চামচ গোটা জিরে
  5. 3টে শুকনো লন্কা
  6. 2টো টমেটো কুচানো
  7. 2টো পেঁয়াজ বাটা
  8. 5কোয়া রসুন কুচানো
  9. 1/2চা চামচ আদা বাটা
  10. 1/2চা চামচ গরম মশলা গুড়ো
  11. 2চা চামচ সর্ষে তেল
  12. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  13. 1/4 চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  14. স্বাদমতোনুন ও চিনি
  15. 1/2 কাপক্রিম

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    আলু নুন দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করুন। সুতো দিয়ে দুভাগ করুন ।

  2. 2

    শুকনো তাওয়াতে গোটা ধনে জিরে ও শুকনো লন্কা হাল্কা ভেজে মিহি করে গুঁড়ো করুন।

  3. 3

    কড়াতে আলু হলুদ ও প্রয়োজন হলে সামান্য নুন দিয়ে ভেজে তুলুন। এবার ওই তেলে পেঁয়াজ কুচি ও রসুন কুচি হাল্কা বাদামি রং ধরা পর্যন্ত ভাজুন। টমেটো কুচি আদাবাটা নুন হলুদ ও লাল লন্কা গুড়ো দিয়ে মশলা কষান। এবার বেটে রাখা মশলা গুঁড়ো ও চিনি দিয়ে মশলা টা আরো কিছুক্ষন কষান।টমেটো কুচি নরম হয়ে এলে হাতার পেছন দিয়ে ভালোকরে মশলার সাথে মিশিয়ে নিন।

  4. 4

    সেদ্ধ আলু ও কড়াইশুটি দিয়ে নাড়িয়ে খুব সামান্য জল দিয়ে ফুটিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে ঘন করে নামিয়ে নিন।

  5. 5

    একটি পরিবেশন পাত্রে আলুর দম রেখে তারপর ক্রিম ছড়িয়ে দিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saswati das
Saswati das @cook_14009903

মন্তব্যগুলি

Similar Recipes