চিকেন পকোড়া (chicken pakoda recipe in bengali))

স্বর্নাক্ষী চ্যাটার্জী
স্বর্নাক্ষী চ্যাটার্জী @swarnakshi_chef123

চিকেন পকোড়া (chicken pakoda recipe in bengali))

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
2জনের
  1. 250 গ্রামচিকেন (ছোট টুকরো করে কাটা)
  2. 2টেবিল চামচ আদা রসুন বাটা
  3. 2টেবিল চামচ লংকা বাটা
  4. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  5. 3 টেবিল চামচ চালের গুঁড়ো
  6. 1টেবিল চামচময়দা
  7. 1 চা চামচ তিল তেল
  8. 2 চা চামচসোয়া সস
  9. 3 চা চামচভিনিগার
  10. স্বাদমতোনুন
  11. প্রয়োজন অনুযায়ীতেল

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    সব উপকরণ এক জায়গায় জড়ো করে রাখুন, চিকেন আদা-রসুন বাটা, লংকা বাটা, দিয়ে আধঘন্টা ম্যারিনেড করে রাখুন।,

  2. 2

    এবার একটা বাটিতে সোয়াসস, তিল তেল, ভিনিগার ভালো করে ফেটিয়ে চিকেনের মধ্যে দিন,নুন আর ডিম,চালের গুড়ো, ময়দা মেশান

  3. 3

    কড়াইয়ে তেল গরম করে ছাকা তেলে ভেজে নিন, গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
স্বর্নাক্ষী চ্যাটার্জী

Similar Recipes