নরম তুলতুলে রুটি (roti recipe in Bengali)

Bakul Samantha Sarkar
Bakul Samantha Sarkar @Tanu90_kitchen

রুটি নরম করাটাও একটা কঠিন ব‍্যাপার।কিন্তু পদ্ধতি জানা থাকলে রাতের বেচে যাওয়া রুটি ও পরের দিন সকালে ঐ একই নরম থাকে।সেটাই বলবো।

নরম তুলতুলে রুটি (roti recipe in Bengali)

রুটি নরম করাটাও একটা কঠিন ব‍্যাপার।কিন্তু পদ্ধতি জানা থাকলে রাতের বেচে যাওয়া রুটি ও পরের দিন সকালে ঐ একই নরম থাকে।সেটাই বলবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মি.
৫ছন।
  1. ২কাপগমের আটা
  2. ১চা চামচনুন
  3. ১/২কাপনরমাল জল

রান্নার নির্দেশ সমূহ

৪০মি.
  1. 1

    আটা ভালো করে চালুনিতে চেলে নিতে হবে।

  2. 2

    এরপর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    প্রথমে অল্প জল দিয়ে মাখতে হবে।

  4. 4

    এরপর অল্প অল্প জল দিয়ে একটু নরম নরম করে ডো বানাতে হবে।

  5. 5

    গোল গোল করে কেটে নিতে হবে।

  6. 6

    অল্প আটা দিয়ে বেলে নিতে হবে।

  7. 7

    তাওয়া গরম হলে রুটি দিয়ে এপিঠ ওপিঠ সেকে নিতে হবে।তবে তাওয়া তে রুটি বেশিক্ষন রাখা যাবে না।

  8. 8

    এবার রুটি ওভেন দিয়ে একদিকে হাতা দিয়ে চেপে ফোলাতে হবে।

  9. 9

    একটা একটা করে সেকে একটা একটা করে ভাজতে হবে।তাওতা তে বেশিক্ষন রাখা যাবে না।তাহলে রুটি নরম হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bakul Samantha Sarkar
Bakul Samantha Sarkar @Tanu90_kitchen
cooking is my remedies of all pain....
আরও পড়ুন

মন্তব্যগুলি (4)

Similar Recipes