রঙ্গিলা সরবৎ 🍹(Rongila Sarbat recipe in Bengali)🍉🍇🍊🍋

Tripti Sarkar
Tripti Sarkar @cook_25824532

#পানীয
তীব্র গরমে যখন প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে তখন ঠান্ডা একগ্লাস সরবৎ আমাদের শরীর ও মন সতেজতায় ভরিয়ে তোলে।আমি এখানে বিভিন্ন রকমের ফ্রুটস কে একত্রে একই গ্লাসে এনেছি । যেটি দেখতেও খুব কালারফুল হয় এবং ভিন্ন ভিন্ন ফলের মজাও পাওয়া যায় এক গ্লাসেই।

রঙ্গিলা সরবৎ 🍹(Rongila Sarbat recipe in Bengali)🍉🍇🍊🍋

#পানীয
তীব্র গরমে যখন প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে তখন ঠান্ডা একগ্লাস সরবৎ আমাদের শরীর ও মন সতেজতায় ভরিয়ে তোলে।আমি এখানে বিভিন্ন রকমের ফ্রুটস কে একত্রে একই গ্লাসে এনেছি । যেটি দেখতেও খুব কালারফুল হয় এবং ভিন্ন ভিন্ন ফলের মজাও পাওয়া যায় এক গ্লাসেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩ কাপ তরমুজের টুকরো
  2. ৭-৮ পিস কালো আঙ্গুর
  3. ৮-১০ পিস সবুজ আঙ্গুর
  4. ১/৪ ভাগ মুশাম্বি লেবু
  5. ১০-১২ কোয়া কমলা লেবু
  6. ৪ টেবিল চামচ মধু (গুঁড়ো চিনি ও নেওয়া যেতে পারে)
  7. ১/৪ চা চামচ বিট লবণ
  8. ১০-১২ টি পুদিনা পাতা
  9. ১/২ পাতি লেবুর রস
  10. প্রয়োজন অনুসারেঠান্ডা জল
  11. কয়েক টুকরা বরফ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সমস্ত উপকরণ একত্রে গুছিয়ে নিতে হবে। ফল গুলো আগে থেকে ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে।

  2. 2

    তরমুজের টুকরো গুলো এক কাপজল সহযোগে মিক্সিতে গ্রাইন্ড করে ছেঁকে নিতে হবে। একটা পাত্রে রস টা নিয়ে একে একে লেবুর রস ও মধু মিশিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর বিট লবণ যোগ করে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    গ্লাসের মধ্যে একে একে ফলের টুকরো গুলো লেয়ার করে সাজিয়ে নিতে হবে। কয়েকটা পুদিনা পাতা যোগ করতে হবে। এবং বানিয়ে রাখ তরমুজের রস টা ওপর থেকে গ্লাসে ঢেলে আইস কিউব দিয়ে সার্ভ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tripti Sarkar
Tripti Sarkar @cook_25824532

Similar Recipes