আলু বেগুন দিয়ে ডিমের ঝোল(aloo begun diye dimer jhol recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#LD
ডিমের সাথে আলু বেগুন দিয়ে রান্না আমার খুব পছন্দের। আর এই ঠান্ডার দিনে খেতে তো আরও খুব সুন্দর।

আলু বেগুন দিয়ে ডিমের ঝোল(aloo begun diye dimer jhol recipe in bengali)

#LD
ডিমের সাথে আলু বেগুন দিয়ে রান্না আমার খুব পছন্দের। আর এই ঠান্ডার দিনে খেতে তো আরও খুব সুন্দর।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ টি বড় বেগুন
  2. ৪ টি ডিম
  3. ২ টি আলু
  4. ১ টেবিল চামচ জিরা বাটা
  5. ২ চা চামচ আদা বাটা
  6. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  7. ৩-৪ টি কাঁচা লঙ্কা চেরা
  8. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. ১ চা চামচ হলুদ গুঁড়া
  10. ১ চা চামচ চিকেন মশলা
  11. পরিমাণ মত সর্ষের তেল
  12. পরিমাণ মতধনেপাতা কুচি
  13. ১/৪ চা চামচ ফোঁড়নের জন্য জিরা
  14. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ডিমে নুন ও হলুদ মাখিয়ে ভেজে তুলে নিতে হবে ।তারপর ওর মধ্যেই আলু ও বেগুন ও ভেজে তুলে নিতে হবে ।

  2. 2

    তারপর ঐ তেলে জিরা ফোঁড়ন দিয়ে সব মশলা নুন হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে। সামান্য কাঁচা মশলা(জিরা ও আদা বাটা)রেখে দিতে হবে। তারপর ওর মধ্যে ভেজে রাখা আলু বেগুন দিয়ে নাড়তে হবে ।

  3. 3

    ২/৩ মিনিট ফোঁটার পর ডিম দিয়ে দিতে হবে এবং ৩/৪ মিনিট কষিয়ে নিতে হবে মিডিয়াম হিটে।

  4. 4

    এবার সামান্য জল দিয়ে ফুটিয়ে তারপর নামানোর সময় বাকি মশলা দিয়ে নামিয়ে নিতে হবে ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে । ভাতের সঙ্গে পরিবেশন করুন।

  5. 5

    এবার নিজের পছন্দ মত ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes