পনির 65 (paneer 65 recipe in Bengali)

Pubali Chakraborty
Pubali Chakraborty @cook_15704170

#পনির / মাশরুম রেসিপি

পনির 65 (paneer 65 recipe in Bengali)

#পনির / মাশরুম রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1/4 কাপকর্নফ্লাওয়ার
  2. 1টেবিল চামচ চালের গুঁড়ো
  3. 1চা চামচ লঙ্কার গুঁড়ো
  4. 1/2চা চামচ গোলমরিচ গুঁড়ো
  5. 1চা চামচ আদা রসুন বাটা
  6. 1চা চামচ ধনে গুঁড়ো
  7. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  8. 1/2চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. 2টেবিল চামচ টক দই
  10. 1চা চামচ লেবুর রস
  11. স্বাদমতো নুন
  12. 1/4 কাপজল
  13. 200 গ্রামপনির
  14. 1টা শুকনো লঙ্কা
  15. 5/6টা কারি পাতা
  16. 1/2 চা চামচ সর্ষে
  17. 2টেবিল চামচ টমেটো সস
  18. 1টেবিল চামচ রেড চিলি সস
  19. 1চিমটি খাবারের লাল রং

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটা বাটিতে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, সব গুঁড়ো মসলা, টক দই, নুন, লেবুর রস জল দিয়ে মিশিয়ে ব্যাটার তৈরি করতে হবে।

  2. 2

    তারপর তার মধ্যে পনিরের টুকরো গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    তেল গরম করে তারপর পনির গুলোকে ভাল করে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা কারি পাতা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।

  5. 5

    তারপর তাতে টমেটো সস চিলি সস টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    তারপর খাবারের রং পরিমাণমতো, পরিমাণমতো নুন আবার একবার ভালো করে মিশিয়ে নিতে হবে।

  7. 7

    তারপর ভেজে রাখা পনির গুলো দিয়ে ভালো করে মিশিয়ে 1/2 মিনিট হতে দিতে হবে।

  8. 8

    তারপর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pubali Chakraborty
Pubali Chakraborty @cook_15704170

মন্তব্যগুলি

Similar Recipes