ডাল বুখারা (dal bukhara recipe in Bengali)

Mahua Sadhukhan
Mahua Sadhukhan @cook_15440565

#বিন্স দিয়ে রান্না

ডাল বুখারা (dal bukhara recipe in Bengali)

#বিন্স দিয়ে রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১৫০ গ্রাম কালো গোটা উরদ ডাল বা কড়াই
  2. ২ টেবিল চামচ ঘি
  3. ১ কাপ টমেটো বাটা
  4. ২ টেবিল চামচ আদা রসুন বাটা
  5. ১/২ চা চামচ এর কম হিং গুড়ো
  6. ১/২ চা চামচ এর কম গোটা জিরে
  7. ১ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  8. ১ চা চামচ ধনে গুঁড়া
  9. ২ চা চামচ মাখন
  10. ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  11. স্বাদমতোনুন
  12. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১ চা চামচ কসুরি মেথি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াই ভালো করে ধুয়ে নিয়ে বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ৫ বা ৬ ঘন্টা।তারপর ভেজানো কড়াই প্রেশার কুকারে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    তারপর কড়াই তে ঘী গরম করে ওর মধ্যে গোটা জিরে আর গুড়ো হিং ফরোন দিতে হবে।

  3. 3

    তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে।তারপর টমেটো বাটা দিয়ে ভালো করে কষাতে হবে।

  4. 4

    এবার ওর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে জল সমেত সেদ্ধ করাই দিতে হবে।

  5. 5

    এবার ভালো করে ফুটিয়ে মাখা মাখা হলে কসুরি মেথি হাতে গুড়ো করে নিয়ে দিতে হবে। তারপর মাখন আর ফ্রেশ ক্রিম দিয়ে নাড়াচাড়া করে নামাতে হবে।

  6. 6

    ওপর থেকে একটু ফ্রেশ ক্রীম ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahua Sadhukhan
Mahua Sadhukhan @cook_15440565

মন্তব্যগুলি

Similar Recipes