ডাল মাখানি (dal makhani recipe in Bengali)

Shila Dey Mandal
Shila Dey Mandal @cook_15701289
Shila Dey Mandal

# বিনস্ দিয়ে রান্না

ডাল মাখানি (dal makhani recipe in Bengali)

# বিনস্ দিয়ে রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সময় ৪০ থেকে ৪৫ মিনিট
৪জনের জন্য
  1. ১০০ গ্রাম সোয়া বিন
  2. ১০০ গ্রাম রাজমা
  3. ১০০ গ্রাম চানা ডাল
  4. ১০০ গ্রাম সবুজ মুগ
  5. ২ টেবিল চামচ কসুরি মেথি
  6. ২ টেবিল চামচ বাটার
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ২ টেবিল চামচ আদা ও রসুন পেষ্ট
  9. ৪টেবিল চামচ টমেটো পেস্ট
  10. ১চা চামচ /স্বাদমতো লঙ্কা গুঁড়ো
  11. স্বাদমতোনুন ও চিনি
  12. ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  13. ১ চা চামচ গরম মশলা গুড়ো
  14. ৩ টেবিল চামচ সাদা তেল
  15. পরিমাণ অনুসারেজল

রান্নার নির্দেশ সমূহ

সময় ৪০ থেকে ৪৫ মিনিট
  1. 1

    প্রথমে সব ডাল ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। তারপর কুকারে সেদ্ধ করে নিয়েছি।

  2. 2

    এবার কড়াতে সাদা তেল দিয়ে, তেল গরম হলে প্রথমে আদা ও রসুন পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে কাচা গন্ধ না থাকে। তারপর টমেটো পেস্ট টা দিয়ে নুন,লঙ্কা গুড়ো, হলুদ,চিনি ও অল্প জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি তেল বেরোনো পর্যন্ত

  3. 3

    এবার সেদ্ধ ডাল ও পরিমাণ অনুযায়ী ফোটানো জল দিয়েছি, তারপর কাসুরি মেথি ও গরম মশলা গুড়ো ও বাটার দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি।

  4. 4

    পরিবেশের জন্য তৈরি ডাল মাখানি। ওপরে একটু ফ্রেশ ক্রিম দিয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shila Dey Mandal
Shila Dey Mandal @cook_15701289
Shila Dey Mandal
আমি যে কোনো ধরনের রান্না এবং সাজিয়ে পরিবেশন করতে পছন্দ করি। রান্না ও নতুন কিছু শেখার আগ্রহ ছোটোবেলা থেকেই।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes