আলু কাবলি (alu kabli recipe in Bengali)

Ayantika Roy
Ayantika Roy @Ayantika_11
Moradabad, Uttar Pradesh

#কুইক স্ন্যাকস

আলু কাবলি (alu kabli recipe in Bengali)

#কুইক স্ন্যাকস

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১২জন
  1. 1 কাপকাঁচা ছোলা
  2. 1 কাপআলু আর মটর সেদ্ধ
  3. 1 টাপেঁয়াজ কুচি
  4. 2-3 টেলঙ্কা কুচি
  5. 1 টাটমেটো কুচি
  6. স্বাদ মতলেবু বা তেতুঁল গোলা জল
  7. 1 চা চামচচাট মসলা
  8. স্বাদ মতবিট লবণ
  9. 1 চা চামচজিরে ভাজা গুড়ো
  10. প্রয়োজন মতসেউ ভাজা ( ঐচ্ছিক)
  11. প্রয়োজন মতধনেপাতা কুচি
  12. 1টাশসা কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আলু ভালোভাবে ধুয়ে মটরের সাথে সেদ্ধ করে নিতে হবে প্রেসার কুকারে।

  2. 2

    এবার একটি পাত্রে সমস্ত কুচি করা সব্জি যেমন টমেটো লঙ্কা পিয়াজ নিয়ে নিতে হবে এর সাথে ভুজিয়া আর লেবু ও নিতে হবে।

  3. 3

    এবার সব উপকরণ বিট লবণ চাট মসলা জিরে ভাজা গুড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যদি টক কম লাগে তবে তেতুঁল দিতে পারেন। মাখানোর পর বেশিক্ষণ পাত্রে রাখবেন না নরম হয়ে যেতে পরে তাই সাথে সাথে সবাইকে পরিবেশন করে দিন মুখরোচক আলু কাবলি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ayantika Roy
Ayantika Roy @Ayantika_11
Moradabad, Uttar Pradesh

Similar Recipes