নলেন গুড়ের হাঁড়ি পিঠে (nalen gurer hari pithe recipe in Bengali)

Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

#নলেন গুড় এবং পিঠার রেসিপি

নলেন গুড়ের হাঁড়ি পিঠে (nalen gurer hari pithe recipe in Bengali)

#নলেন গুড় এবং পিঠার রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
3 জন
  1. পিঠের পুরের জন্য
  2. 2.5 কাপনারকেল কোরা
  3. 1 কাপনলেন গুড়
  4. পিঠের ডো এর জন্য
  5. 1.5 কাপচালের গুঁড়ো
  6. 1.5 কাপজল
  7. স্বাদমতো লবন

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে পিঠার পুরটা বানিয়ে নিতে হবে।তারজন্য একটি প্যানে নারকেল কোরা ও নলেন গুড় ভালো করে মিশিয়ে নিতে হবে।তারপর কম আঁচে ক্রমাগত নাড়তে থাকতে হবে। গুড় শুকিয়ে মোটা মুটি হয়ে এলে নামিয়ে নিতে হবে।তাহলে পিঠের পুর রেডি।

  2. 2

    তারপর পিঠার ডো বানিয়ে নিতে হবে। তার জন্য প্যানে জল দিতে হবে। সামান্য লবণ দিতে হবে।জল ফুটে উঠলে চালের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিতে হবে।

  3. 3

    চালের গুঁড়োর মিশ্রণটা একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে।

  4. 4

    ইচ্ছে মতো আকারের যত গুলো হাঁড়ি পিঠে বানানো হবে সেই মতো ডো কে ভাগ করে নিতে হবে।

  5. 5

    তারপর হাঁড়ি এবং হাঁড়ির মুখ বানিয়ে নিতে হবে। যেমন নিচের ছবিতে দেওয়া আছে সেই মতো বানিয়ে নিতে হবে।

  6. 6

    তারপর হাঁড়ির মধ্যে পরিমান মতো পুর দিয়ে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে। যেমনটা নিচের ছবিতে দেওয়া আছে।

  7. 7

    একে একে বাকি পিঠে গুলো বানিয়ে নিতে হবে।

  8. 8

    সব শেষে পিঠে গুলোকে স্টিম/ভাপ দিতে হবে। 15 থেকে 20 মিনিট ভাপ দিতে হবে।তাহলেই রেডি "নলেন গুড়ের হাঁড়ি পিঠে"। গরম থাকতেই ঝোলা খেজুর গুড়/নলেন গুড় এর সাথে পিঠে গুলো পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

মন্তব্যগুলি

Similar Recipes