দুধ শুক্তো(doodh shukto recipe in Bengali)

Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

#লকডাউন
বাড়ির গাছের কিছু সবজি দিয়ে বানানো বাঙালি প্রিয় দুধ শুক্তো

দুধ শুক্তো(doodh shukto recipe in Bengali)

#লকডাউন
বাড়ির গাছের কিছু সবজি দিয়ে বানানো বাঙালি প্রিয় দুধ শুক্তো

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০
6 সারভিংস
  1. ১ টা সজনে ডাঁটা
  2. ৩ টা বড় মাপের উচ্ছে
  3. ১টা কাঁচা কলা
  4. ১টা ছোট মাপের বেগুন
  5. ১ টা ছোট আলু
  6. ১চা চামচ আদা বাটা
  7. ২ চা চামচ সর্ষে বাটা
  8. ১চা চামচ পোস্ত বাটা
  9. ১চা চামচ পা‍ঁচফোঁড়ন শুকনো খোলায় ভেজে গুড়ো করা
  10. ১/২চা চামচ রাঁধুনি
  11. ১কাপ বড়ি
  12. ২কাপ দুধ
  13. ৪ চা চামচ সর্ষের তেল
  14. ১ টেবিল চামচ ঘি
  15. ২টো তেজপাতা
  16. ১/২চা চামচ চিনি
  17. স্বাদ মতলবন

রান্নার নির্দেশ সমূহ

৩০
  1. 1

    প্রথমে সমস্ত সবজি লম্বা লম্বা করে কেটে নিন।

  2. 2

    সরষে বেটে ছাকনি তে ছেকে সরষের খোলা আলাদা করে নিন। আদা বেটে আলাদা করে রাখুন । পোস্ত বেটে আলাদা করে রাখুধ।

  3. 3

    কড়াই গরম করে দুই চা চামচ তেল দিন তেল গরম করে বড়ি ভেজে তুলে রাখুন ঐ তেলে উচ্ছে দিন সামান লবন দিয়ে উচ্ছে লালচে করে ভেজে তুলে রাখুন । ঐ তেলে এক এক করে সমস্ত সবজি দিন সামান লবন দিয়ে সবজি গুলো একটু লালকরে ভেজে তাতে আদা বাটা দিন দুই মিনিট নেরে পোস্ত বাটা দিন আবার দুই মিনিট নেরে সরষে বাটা দিন । সরষে বেসি ভাজবেন না । সরষে দিয়ে একটু নেরে উসম গরম দুধ আর সামান জল দিন । দুধ ফুটে উটলে অন্য প্রাত্রে নামিয়ে রাখুন

  4. 4

    আবার কড়াই তে এক চা চামচ তেল দিন ঐ তেলে তেজপাতা আর রাধুনি ফোঁড়ন দিন তার পর তুলে রাখা তরকারি তেলের উপর দিয়ে সাতলে নিন । তাতে পরিমানমত লবন আর সামান চিনি দিন ।একটু নেরে ভেজে রাখা উচ্ছে আর বড়ি দিয়ে দিন আবার একটু নেরে গেসের আ‍ঁচ মিডিয়ামে করে ঢাকা চাপা দিয়ে রান্না করুন যতখন না সমস্ত সবজি সেদহচ্ছে। সবজি সেদ হয়ে আসলে তাতে গুড়োকরা পাঁচফোঁড়র ছরিয়ে দিন এক টেবিল চামচ ঘী দিয়ে নামিয়ে গরম গরম পরিবেসন করুন দুধ শুক্তো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

Similar Recipes